শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে ১ শিক্ষক দিয়ে! - দৈনিকশিক্ষা

শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে ১ শিক্ষক দিয়ে!

পিরোজপুর প্রতিনিধি |

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলছে মাত্র একজন শিক্ষক দিয়ে। ফলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থীর সংখ্যা রয়েছে প্রায় শতাধিক।

এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ, উপজেলার তেলিখালী ইউনিয়নের জুনিয়া গ্রামের ৩৯ নম্বর উত্তর জুনিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত প্রায় এক বছর ধরে মাত্র  একজন শিক্ষক দিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান।

বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বারবার অবহিত করেও অদ্যাবধি কোনো ফল হয়নি। তবে উপজেলার ৪৪ নম্বর মধ্য বোথলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পুলককে চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝির দিকে এই স্কুলে ডেপুটেশনে নিয়োগ দিলেও তিনি নিয়মিত ক্লাস নিচ্ছেন না বলে তারা জানান।

স্থানীয়রা আরও জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা আক্তার পিরোজপুরে বসবাস করায় তিনিও নিয়মিত ক্লাসে আসেন না। মাঝে মধ্যে স্বামী শাহ-আলমকে পাঠিয়ে দেন তার পরিবর্তে ক্লাস নিতে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে জানা যায়, বিদ্যালয়ে শিক্ষক না আসলে তারা অলস সময় পার করে।  অনেকেই স্কুলে এসে খেলাধুলা করে। 

একাধিক অভিভাবকের কাছ থেকে জানা যায়, নিয়মিত ক্লাস না হওয়ায় ছেলে-মেয়েদের মধ্যে স্কুলে যেতে অনিহা দেখা দিয়েছে। এসব অবহেলার কারণে ঝরে যেতে পারে ছাত্রছাত্রীর সংখ্যা।

স্থানীয়রা জানান, শিক্ষকের দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে মানববন্ধন কর্মসূচিও পালন করেছে।

স্থানীয় শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা আক্তার নিয়মিত বিদ্যালয়ে আসেন না, তার স্বামী মাঝে মধ্যে এসে ক্লাস নেন।
 
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা আক্তারের সঙ্গে মোবাইলে কথা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিদ্যালয়ে ভালোভাবেই পাঠদান চলছে। 

ভাণ্ডরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, এরই মধ্যে ওই স্কুলটি পরিদর্শন করেছি।১৩৬ নম্বর বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতার ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মি. জেছের আলী বলেন, এ বিদ্যালয়ে অনিয়মের বিষয়গুলো আমার জানা ছিল না। খবর নিয়ে দেখা হবে এবং যত দ্রুত সম্ভব শিক্ষক স্বল্পতা পূরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0085220336914062