শাবির তৃতীয় সমাবর্তন আজ - দৈনিকশিক্ষা

থাকছেন রাষ্ট্রপতিশাবির তৃতীয় সমাবর্তন আজ

শাবি প্রতিনিধি |

এক যুগ পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। বহুল প্রতীক্ষার এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি পদক পাবেন ২০ শিক্ষার্থী। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। দুপুর আড়াইটা থেকে মূল অনুষ্ঠান শুরু হয়ে বিকাল ৪টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাস সেজেছে নতুন সাজে। নিরাপত্তা করা হয়েছে জোরদার। শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, সমাবর্তন নিয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বলেন, সব প্রস্তুতি শেষ। এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা।

এছাড়া মঙ্গলবার আড়াইটায় সমাবর্তনের মূল প্যান্ডেলে সমাবর্তন মহড়া অনুষ্ঠিত হয়। এতে সমাবর্তন গ্র্যাজুয়েট ও অতিথিরা অংশ নেন। এবারের সমাবর্তনে মোট ৬ হাজার ৭৫০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। আজ ২০ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি পদক দেয়া হলেও সময় স্বল্পতার কারণে বৃহস্পতিবার বেলা ১১টায় মিনি অডিটোরিয়ামে ভিসি স্বর্ণপদক গ্রহণ করবেন বিভিন্ন সেশনে ফ্যাকাল্টিগুলোতে প্রথম হওয়া ৮৯ শিক্ষার্থী। সোমবার থেকেই গাউন ও উপহারসামগ্রী বিতরণ শুরু করেছে প্রশাসন।

সরেজমিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিভিন্ন বিভাগে উপচে পড়া ভিড় গ্র্যাজুয়েটদের। কালো গাউন আর হ্যাট পরে স্মৃতিগুলোকে ফ্রেম বন্দি করতে ব্যস্ততা লক্ষ করা গেছে গ্র্যাজুয়েটদের মধ্যে। সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাস ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্য। অনেকদিন পর ক্যাম্পাসে এসে আবেগাল্পুত হয়ে পড়েন অনেকেই। এছাড়া বাস ও রেলওয়ে স্টেশনে শাবির গ্র্যাজুয়েটদেরই আধিক্য ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে আজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার খোলা থাকবে এবং অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটরা প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এছাড়া গ্যাস সিলিন্ডারযুক্ত গাড়ি বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ বেলা আড়াইটায় মূল অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ, সমাবর্তন শোভাযাত্রা, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদের আগমন ও জাতীয় সঙ্গীত, চ্যান্সেলর কর্তৃক সমাবর্তনের উদ্বোধন ঘোষণা, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বক্তব্য, পিএইচডি ডিগ্রি প্রদান, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান, স্বর্ণপদক প্রদান, সমাবর্তনবক্তা অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের বক্তব্য, শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের ধন্যবাদ জ্ঞাপন, চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বক্তব্য ও সমাপনী। সার্বিক বিষয়ে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। অবশেষে বহুল প্রতীক্ষার সমাবর্তন সফলের দ্বারপ্রান্তে।

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0090630054473877