শাস্তি মাফে তদবির দুর্নীতির দায়ে অভিযুক্ত ঢাবি শিক্ষকের - দৈনিকশিক্ষা

শাস্তি মাফে তদবির দুর্নীতির দায়ে অভিযুক্ত ঢাবি শিক্ষকের

ঢাবি প্রতিনিধি |

দুর্নীতির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত এক শিক্ষক তার শাস্তি মওকুফের জন্য তদবির শুরু করেছেন। তিনি বিভাগের সাবেক চেয়ারম্যান নাসরীন ওয়াদুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না নিয়ে বিদেশ যান ও দুর্নীতির দায়ে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি পান। সেইসঙ্গে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হিসেবেও পদাবনতির শাস্তি পান।

এখন শাস্তির দুই মাস পার হতে না হতেই শাস্তি মওকুফের তদবির শুরু করেছেন। সেজন্য বর্তমান চেয়ারম্যান উপাচার্য বরাবর চিঠিও দিয়েছেন। এছাড়া বিভাগের সমন্বয় ও উন্নয়ন কমিটির মিটিংয়ে এ প্রস্তাব গৃহীত হয়।

উপাচার্য বরাবর লিখিত চিঠিতে বলা হয়, 'ড. নাসরিন ওয়াদুদ পদাবনতির কারণে শারিরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। মানবিক কারণে তাকে অধ্যাপক পদে পুনর্বহালের জন্য সুপারিশ করা হলো।'

আবেদনের বিষয়ে বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সব ধরণের কার্যক্রম করবে। বিভাগ ও প্রশাসন যদি মনে করে তাকে পুনর্বহাল করা প্রয়োজন, তবে সেটা বিবেচনায় নেওয়া হবে। এখানে অপরাধ করে কেউ পার পেয়ে যাবে না।'

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন সূত্রে জানা যায়, এই শিক্ষকের বিরুদ্ধে বিভাগের যন্ত্রপাতি ক্রয়ে ২লাখ টাকার দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। কমিটির জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে দেখা যায়, ৩৫ হাজার টাকা মূল্যের প্রজেক্টর কেনা হয় ৯০ হাজার টাকা দিয়ে। ৩৭ হাজার টাকার এসি কেনা হয় ৭৪ হাজার টাকা দিয়ে। 

এখানেই শেষ নয়, আড়াই হাজার প্রিন্টার দেখানো হয় ১০ হাজার টাকা দামে। এ থেকে ৯ হাজার টাকার ৪টি প্রিন্টারের মূল্য দেখানো হয় ৪০ হাজার টাকা। ৮১ হাজার টাকার পণ্য দেখানো হয় ২ লাখ ৪ হাজার টাকা। দুর্নীতির সাথে সংশ্লিষ্টতা থাকায় চাকরিচ্যুত করা হয় বিভাগের স্টোর অফিসার মো. মতিয়ার রহমানকে।

বিভাগীয় সূত্রে জানা যায়, পদাবনতির পর থেকে নিয়মিত বিভাগে আসেন না তিনি। নিজের দায়িত্বে থাকা কোর্সগুলিও সম্পন্ন করেন জুনিয়র শিক্ষক দিয়ে। একইসঙ্গে নিজের এই দুর্নীতির জন্য কোনরূপ ক্ষমা প্রার্থনা, অনুশোচনা কিংবা স্বীকারোক্তিও দেননি তিনি।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবন সূত্রে জানা যায়, বিভাগীয় সমন্বয় ও উন্নয়ন কমিটির সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট দিয়েছেন শিক্ষক অধ্যাপক ড. এ কে এম রেজাউল করিম। নোট অব ডিসেন্টে তিনি বলেন, 'ড. নাসরিন ওয়াদুদ এখতিয়ার বহির্ভূতভাবে বিভিন্ন শিক্ষককে অব্যাহতি দিয়েছেন। শাস্তি প্রদানের পর এই অধ্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ‘পাগল ও বানরের’ সাথে তুলনা করে স্ট্যাটাস লিখেছেন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মনোবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক মীর ফখরুজ্জামানের পক্ষাবলম্বন করে রেজিস্ট্রার বরাবর চিঠি লিখেন। শাস্তির পর তিনি বিভাগীয় অফিসে তেমন যান না, সিএন্ডডি ও একাডেমিক কমিটির সভায় থাকেন না এবং তার ওপর অর্পিত শিক্ষাকার্যক্রম ও পরীক্ষা সংক্রান্ত দায়িত্বও পালন করেন না।'

দুর্নীতির বিষয়ে ড. নাসরিন ওয়াদুদ বলেন, কেনাকাটার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কোটেশন দেয়, সে অনুযায়ী কেনা হয়েছে। এখানে তার কোনো হাত নেই। এটা তো চেয়ারম্যান কেনেন না। এর দায় বিশ্ববিদ্যালয়ের। তিনি বলেন, 'নাসরিন ওয়াদুদের রক্তে দুর্নীতি নেই।'

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মাহফুজা খানম বলেন, এটা তাদের একান্ত গোপনীয় বিষয়। এ নিয়ে তিনি কথা বলতে চান না।

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0070009231567383