স্কুলের নৈশপ্রহরী পদে চাকরি পেতে দশ লাখ টাকা ঘুষ - দৈনিকশিক্ষা

স্কুলের নৈশপ্রহরী পদে চাকরি পেতে দশ লাখ টাকা ঘুষ

পঞ্চগড় প্রতিনিধি |

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী পদে নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা মানা হয়নি এবং প্রত্যেক প্রার্থী নিয়োগে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাহিবুল ইসলাম নামে এক চাকরিপ্রার্থী নিয়োগ  কমিটির সভাপতি ও আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির পাঁচজনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছেন। গত ৪ জুলাই পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতে (আটোয়ারী) মামলাটি দায়ের করা হয়।

বিচারক মো. শরিফুল ইসলাম খান ওই নিয়োগের উপর কেন স্থগিতাদেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে ইউএনওসহ পাঁচজনকে শোকজ করেন এবং পাঁচদিনের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন—নিয়োগ কমিটির সদস্য সচিব ও আটোয়ারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ, দাড়খোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবউদ্দিন, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেন এবং দপ্তরি কাম নৈশ্য প্রহরী পদে নিয়োগ পাওয়া সাদেকুল ইসলাম।

মুক্তিযোদ্ধা কোটায় একমাত্র প্রার্থী হয়েও চাকরি না পাওয়ায় নিয়োগ প্রার্থী আটোয়ারী উপজেলার কাটালী মীরপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সলিম উদ্দিনের ছেলে সাহিবুল ইসলাম মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ২৫ মে আটোয়ারী উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগের জন্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ জুলাই মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে নিয়োগ কমিটি। নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা মানা হয়নি এবং প্রত্যেক প্রার্থীর কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে বলেও অভিযোগ করেন প্রার্থীরা।

নিয়োগ কমিটির সদস্যদের বিরুদ্ধে একেকটি বিদ্যালয়ের একাধিক প্রার্থীর কাছে ১০ লাখ টাকা করে নেওয়ার অভিযোগ উঠে। টাকা লেনদেনের বিষয়টি বিভিন্নভাবে ফাঁস হয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ক্ষুব্ধ প্রার্থীরা বিশেষ করে যাদের চাকরি হয়নি তারা টাকা ফেরতের জন্য সংশ্লিষ্টদের কাছে ধর্ণা দিচ্ছেন বলে অনেকেই জানিয়েছেন।

মামলার বাদী সাহিবুল ইসলাম জানান, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা কোটা ছাড়াও আমি আনসার ও ভিডিপি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া সত্ত্বেও আমাকে নিয়োগ দেওয়া হয়নি। প্রায় ১০ লাখ টাকা নিয়ে অবৈধভাবে অন্যকে নিয়োগ দেওয়া হয়েছে। তাই আমি আদালতের আশ্রয় নিয়েছি।

নিয়োগ কমিটির সদস্য সচিব ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ জানান, মামলার বিষয়টি শুনেছি। আদালতের নির্দেশে নির্দিষ্ট সময়ে জবাব দেওয়া হবে। আর্থিক লেনদেনসহ অনিয়ম-দুর্নীতির বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন সুলতানা জানান, নীতিমালায় কোথাও বলা নেই মুক্তিযোদ্ধা কোটায় দপ্তরি কাম নৈশ্য প্রহরী নিয়োগ দিতে হবে। একাধিক জনবল নিয়োগের ক্ষেত্রে কোটা বিবেচনায় আসে। একজনের ক্ষেত্রে আসে না। নিয়োগে টাকা পয়সা লেনদেনের বিষয়ে আমি কিছুই জানি না। তবে কেউ যদি আমার নাম ভাঙিয়ে টাকা নেয় তার দায়দায়িত্ব আমার না।

মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি - dainik shiksha মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! - dainik shiksha খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! এইচএসসির ফরম পূরণ শুরু আজ - dainik shiksha এইচএসসির ফরম পূরণ শুরু আজ মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে - dainik shiksha মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা - dainik shiksha মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! - dainik shiksha মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.00736403465271