শিক্ষকদের ফ্রি অনলাইন প্রশিক্ষণ চলছে - দৈনিকশিক্ষা

শিক্ষকদের ফ্রি অনলাইন প্রশিক্ষণ চলছে

নিজস্ব প্রতিবেদক |

দেশের দশ হাজার শিক্ষককে ফ্রি অনলাইন ক্লাসের প্রশিক্ষণ দিচ্ছে সুইডেনভিত্তিক প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট বাংলাদেশ ও দৈনিক শিক্ষাডটকম। করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষাব্যবস্থা সচল রাখতে অনলাইন ক্লাসের বিকল্প নেই। কিন্তু নিজ নিজ বাড়িতে বসে অনলাইনে ক্লাস নিতে গিয়ে আমাদের শিক্ষকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের এই সমস্যাগুলোর সহজ সমধান দিতেই এ প্রশিক্ষণ কার্যক্রম, যা শুরু হয়েছে গত ২০ জুন থেকে।

১ম দফায় প্রায় ১০ হাজার শিক্ষক প্রশিক্ষণ পেতে নিবন্ধন করেছিলেন। ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যাচ শেষ হয়েছে। প্রতি ব্যাচে ৫০ জন শিক্ষকের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সার্বিক তত্ত্বাবধান করছেন দৈনিক শিক্ষার প্রধান উপদেষ্টা ও সাবেক শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান। 

কোডার্সট্রাস্টের সিইও ও কো-ফাউন্ডার আজিজ আহমেদ বলেন, ‘আমি শিক্ষকের সন্তান, আমাদের প্রতিষ্ঠানটি বিশ্বের ১৩টি দেশে প্রযুক্তি বিষয়ক নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। এর জন্য কোর্স ফি দিতে হয়। কিন্তু আমাদের দেশের শিক্ষকদের জন্য আমরা কোনো টাকা না নেয়ার সিদ্ধান্ত নেই'।  

জানা গেছে, দুদিনের এই সংক্ষিপ্ত কোর্সের পরও যদি কেউ আরো বেশি শিখতে চান তাহলে অন্যান্য কোর্সে ভর্তি হতে পারেন। সেখানেও শিক্ষকদের জন্য বিশেষভাবে কোর্স তৈরি করা হচ্ছে এবং সেটা তুলনামূলক সুলভে। 
   
জুমের মাধ্যমে শিক্ষকদের এ প্রশিক্ষণে মোট সময় ৬ ঘণ্টা। কীভাবে ঘরে বসে অনলাইনে ক্লাস নেয়া যায়, অনলাইনে ক্লাস নেয়ার জন্য সহযোগী বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার, কীভাবে অনলাইনে শিক্ষার্থীদের উপস্থিতি নিতে হয়, বিভিন্ন ডকুমেন্ট বা শিট ছাত্র-ছাত্রীদের সঙ্গে শেয়ার করা ইত্যাদি বিষয়ে শিক্ষকদের জানানো হয় প্রশিক্ষণে।

নিবন্ধিত সব শিক্ষককে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রতিদিন তিনটি করে ক্লাস হয়, প্রতি ক্লাসে ৫০ জন করে। যার প্রশিক্ষণের সময়সূচি টেলিফোন ও ইমেইল করে শিক্ষকদের জানিয়ে দেয়া আগেই। সবাইকে সময়মতো ক্লাসে অংশ নেয়ার অনুরোধ জানিয়েছেন প্রশিক্ষকরা। 

গত ১৪ জুন পর্যন্ত প্রশিক্ষণে অংশ নিতে শিক্ষকদের অনলাইন রেজিস্ট্রেশন শেষ হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১০ হাজার শিক্ষক প্রশিক্ষণে অংশ নিতে নিবন্ধন করেছেন।

গত ২০ জুন বিকেলে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মো. আব্দুল করিম, দৈনিক শিক্ষাডটকমের প্রধান উপদেষ্টা ও সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান, কোডার্সট্রাস্টের সিইও ও কো-ফাউন্ডার আজিজ আহাম্মেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ ও দৈনিক শিক্ষাডটকমের সম্পাদক ও এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান খান। 

অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, 'শিক্ষার উত্তরোত্তর উন্নতি সাধনের জন্য দৈনিক শিক্ষাডটকম এবং কোডার্সট্রাস্ট শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেয়ায়, তাদের ধন্যবাদ জানাই। একই সাথে অভিনন্দন জানাই সেইসব শিক্ষকদের যারা স্বপ্রণোদিত হয়ে এই অনলাইনে নিবন্ধন করেছেন'। 
 
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0064780712127686