শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে ধান কাটানোর অভিযোগ - Dainikshiksha

শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে ধান কাটানোর অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি |

ময়মনসিংহ গৌরীপুরে সোমবার স্কুল শিক্ষার্থীদের দিয়ে শিক্ষকের জমির ধান কাটানো ও মেয়ে শিক্ষার্থীদের দিয়ে ধান কাটায় নিয়োজিত ছাত্রদের খাওয়ানোর জন্য রান্না করানোর অভিযোগ পাওয়া গেছে স্কুলশিক্ষক আবু সাঈদের বিরুদ্ধে। ওই শিক্ষক উপজেলার পাছার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষার্থীরা সবাই পাছার উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে পড়াশোনা করে।

 
অভিভাবকদের অভিযোগ, এলাকায় প্রতি কাঠা জমির ধান কাটা ও মাড়াই করতে প্রায় ১৫শ টাকা খরচ হয়। ওই টাকা বাঁচাতেই আবু সাঈদ শিক্ষার্থীদের দিয়ে নিজের জমির ধান কাটাচ্ছেন। কিন্তু তিনি প্রভাবশালী হওয়ার কারণে তার বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পায় না।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সাঈদের বাড়ি উপজেলার রাইশিমুল গ্রামে। তিনি পাছার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি গ্রামে ‘সমাধান প্লাস’ নামক একটি কোচিং সেন্টার পরিচালনা করেন। ওই কোচিং সেন্টারে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনা করে। রবিবার শিক্ষার্থীদের নানা রকম প্রলোভন দেখিয়ে নিজের ধান ক্ষেতে নিয়ে যান আবু সাঈদ। পরে সারাদিন শিক্ষার্থীদের দিয়ে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করায়।

সোমবার দুপুরে রাইশিমুল গ্রামে আবু সাঈদের বাড়িতে গিয়ে দেখা যায়, ৬/৭জন স্কুলছাত্রী দুপুরের রান্নার কাজে ব্যস্ত। আর বাড়ির সামনে ধান ক্ষেতে প্রখর রোদের মধ্যে ছাত্রদের একটি দল ধান কাটছে। আরকেটি দল সেই ধানের বোঝা মাথায় নিয়ে ওই শিক্ষকের বাড়ির উঠানে নিয়ে আসছে মাড়াই করার জন্য। এসময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে ছাত্ররা ধান কাটা ফেলে ছুটাছুটি করে পালিয়ে যেতে শুরু করে। পরক্ষণেই আবু সাঈদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবারো ছাত্রদের ধান ক্ষেতে নিয়ে আসে কাজ করানোর জন্য।


 
ধান কাটায় নিয়োজিত কয়েকজন শিক্ষার্থী বলে, সাঈদ স্যারের প্রতি কাঠা জমির ধান সাতশ টাকা চুক্তিতে কাটছি। তবে আমাদের দলের অনেকই স্কুলে না গিয়ে টাকা ছাড়াও ধান কাটার কাজ করেছে।
 
আবু সাঈদ বলেন, পাছার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও অন্যান্য স্কুলের ২২জন দরিদ্র শিক্ষার্থী শ্রমিক হিসেবে আমার জমিতে ধান কাটছে। ওরা আমার কোচিংয়ে পড়াশোনা করে।
 
প্রধানশিক্ষক শাহ আরশাদুল হক বলেন, গত দুদিন ধরে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম হচ্ছে। পরে জানতে পারি শিক্ষার্থীরা স্কুল ফাঁকি দিয়ে এক প্রাথমিক স্কুল শিক্ষকের জমিতে ধান কাটছে। যেসব শিক্ষার্থী ধান কাটছে তাদের অধিকাংশই উচ্চবিত্ত পরিবারের সন্তান। কিন্তু কেন তারা পরের জমিতে ধান কাটছে বিষয়টি আমার বোধগম্য নয়।
 
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম বলেন, আবু সাঈদের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে ধান কাটানোর বিষয়টি শোনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম বলেন, শিক্ষার্থীদের দিয়ে ধান কাটানোর বিষয়টি খোঁজ নিচ্ছি। স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, যে স্কুলের শিক্ষার্থীরা ধান কাটায় অংশগ্রহণ করেছে ওই স্কুল কর্তৃপক্ষ যদি লিখিত অভিযোগ দেয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0075089931488037