শিক্ষা প্রকৌশলে আড়াই হাজার জনবল নিয়োগ - দৈনিকশিক্ষা

শিক্ষা প্রকৌশলে আড়াই হাজার জনবল নিয়োগ

নিজস্ব প্রতিবেদক |

অবশেষে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) জনবল স্বল্পতা নিরসন হচ্ছে। দীর্ঘদিন ধরে জনবল সংকটে থাকা ইইডিতে আড়াই হাজার প্রকৌশলী ও কর্মচারী নিয়োগের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। নতুন সৃজন হওয়া এসব পদে আড়াই হাজার জনবল নিয়োগ পাবে। এছাড়াও সম্প্রতি সংস্থাটির শূন্য পদে ১৭২ জন উপ-সহকারী প্রকৌশলী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন স্তরে বর্তমান পদের সংখ্যা মোট এক হাজার ৩২৭টি, যার মধ্যে দুই শতাধিক পদ শূন্য রয়েছে। কিন্তু বিদ্যমান জনবল দিয়ে শিক্ষা প্রশাসনের ৩৫ হাজার হাইস্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ কাজ করে হিমশিম খাচ্ছে ইইডি। এজন্য দীর্ঘদিন ধরে সংস্থাটির জনবল বৃদ্ধির দাবি রয়েছে।

অর্থ বিভাগ নতুন করে আরও দুই হাজার ৪৯৪টি পদ সৃজনের অনুমোদন দেয়ায় প্রতিষ্ঠানের কার্যক্রম অধিকতর গতিশীল হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন। নতুন পদের মধ্যে এক হাজার ৮৪৭টি পদ শর্তসাপেক্ষে রাজস্ব খাতে সৃজনের অনুমোদন দেয়া হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির বাকি ৬৪৭টি পদে আউটসোর্সিং নীতিমালা অনুসরণ করে নিয়োগ প্রদানের অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ।

এ ব্যাপারে জানতে চাইলে ইইডির প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা বলেন, ‘দীর্ঘদিন ধরেই ইইডি জনবল সংকটে রয়েছে। সীমিত জনবল নিয়েই আমরা সর্বোচ্চ মানের অবকাঠামো নির্মাণ করে আসছি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রথম মেয়াদ থেকেই সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে টেকসই ও দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণের বড় কর্মসূচি নেয়া হচ্ছে। সীমিত জনবল নিয়েই আমাদের প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীরা সরকারের ওইসব কর্মসূচি বাস্তবায়ন করছে। আর শিক্ষা মন্ত্রণালয় সার্বিকভাবে ইইডির কার্যক্রম মনিটরিং করছে।’

বর্তমানে ইইডিতে এক হাজার ৩২৭ জন জনবল রয়েছে। নতুন করে এক হাজার ৮৪৭টিসহ মোট পদ সংখ্যা হবে তিন হাজার ১৭৪টি।

ইইডির মাঠ পর্যায়ে ১৭২ জন উপ-সহকারী প্রকৌশলী নিয়োগের জন্য সম্প্রতি পিএসসি বিজ্ঞপ্তি দিয়েছে জানিয়ে প্রধান প্রকৌশলী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় নতুন এক হাজার ৮৪৭টি পদ সৃজনের অনুমোদন পাওয়া গেছে। এটি বিরাট সাফল্য। এজন্য আমি সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে ইইডি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইইডির রাজস্ব খাতে নতুন এক হাজার ৮৪৭টি পদ সৃজনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। এর মধ্যে ক্যাডার পদ অস্থায়ীভাবে সৃজন হবে এবং অস্থায়ী পদ আদেশ জারির তারিখ হতে পরবর্তী ৩১ মে পর্যন্ত সৃজিত হবে। এই পদ সৃষ্টির বিষয়টি এখন সরকারের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে। সচিব কমিটির অনুমোদনের পর প্রশাসনিক আদেশ জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, ইইডির নতুন পদ সৃজনের অনুমোদন দেয়া হয়েছে ১০টি শর্তে। এর মধ্যে রয়েছে- পদগুলো সৃজনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে এবং জিও (আদেশ জারি) জারির আগে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নিতে হবে।

এছাড়া বেতন স্কেল নির্ধারণের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন বিভাগের নিয়ম অনুসরণ করা, অস্থায়ী পদ সৃজনের মেয়াদ শেষ হওয়ার পরদিন অর্থাৎ ১ জুন হতে পরবর্তী ৩১ মে পর্যন্ত হিসেবে মোট ৩ বছর পর্যন্ত প্রশাসনিক মন্ত্রণালয় নিজেই পদ সংরক্ষণের জিও জারি করা, চতুর্থ বছর হতে পদ সংরক্ষণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতি গ্রহণ এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা-২০১৮ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা।

ইইডির কর্মকর্তারা জানান, ইইডির আওতাধীন মাঠ পর্যায়ে চারটি স্তর বিদ্যমান রয়েছে। বিভাগীয় পর্যায়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জোন পর্যায়ে নির্বাহী প্রকৌশলী, জেলা পর্যায়ে সহকারী প্রকৌশলী এবং উপজেলা পর্যায়ে উপ-সহকারী প্রকৌশলীরা দায়িত্ব পালন করেন।

চারটি স্তরে মোট এক হাজার ৮৪৭টি পদের মধ্যে চারটি পুরাতন বিভাগ (ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা) এবং ঢাকা মেট্রোর একটি বাদে বাকি চারটি বিভাগে নতুন করে সার্কেল অফিস তৈরি হচ্ছে। এ হিসেবে আটটি বিভাগে আটটি এবং ঢাকা মেট্রোতে একটিসহ মোট ৯টি সার্কেল অফিসের সংস্থান হবে। নতুন অনুমোদিত ৪টি সার্কেল অফিসে ৪ জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল), ৯ জন সহকারী প্রকৌশলী (সিভিল), চারটি সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সহ মোট ১২১টি পদ সৃষ্টি হচ্ছে।

জেলা পর্যায়ে আরও ২৭টি নির্বাহী প্রকৌশলীর (সিভিল) পদ সৃজন করা হয়েছে। ৯৩টি সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৫টি সহকারী প্রকৌশলীর (বিদ্যুৎ) পদ, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ৫৪ (প্রতি জেলা ২টি করে ও ঢাকা মেট্রোতে ২টি করে), উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ৪৯টিসহ মোট ৬৪৪টি পদ। এছাড়া মেট্রো উপ-সহকারী প্রকৌশলীর অফিসে ১৫টি পদ সৃজন করা হয়েছে। আর ইইডির প্রধান কার্যালয়ের বিভিন্ন দপ্তরে মোট ১৮টি দপ্তরে মোট ৮৯টি পদ সৃজন করা হয়েছে।

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.003835916519165