শিক্ষার উন্নতি করে মান আরও বাড়াতে হবে : অধ্যক্ষ হামিদা আলী - দৈনিকশিক্ষা

শিক্ষার উন্নতি করে মান আরও বাড়াতে হবে : অধ্যক্ষ হামিদা আলী

দৈনিকশিক্ষা ডেস্ক |

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ হামিদা আলী বলেছেন, শিক্ষাব্যবস্থার উন্নতি করে শিক্ষার মান আরও বাড়াতে হবে। ছেলে-মেয়েরা পরীক্ষা দিচ্ছে। কিন্তু যেভাবে পরীক্ষা হওয়ার কথা সেভাবে হচ্ছে না। গ্রামগঞ্জে বিভিন্ন কলেজে প্রয়োজনীয় বিষয়ের শিক্ষক তো নেই-ই বরং অনেক শিক্ষক ঘাটতি। শুক্রবার (১৯ জুলাই) বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী আরও বলেন, শিক্ষার মান আরও বাড়ানোর জন্য অভিভাবকদের সচেতন হতে হবে। সরকারকে মনিটরিং ব্যবস্থা আরও বাড়াতে হবে। তিনি বলেন, ভালো ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে হয়তো প্রয়োজনীয় শিক্ষক রয়েছেন। সেখানে পড়াশোনা হচ্ছে। কিন্তু অনেক কলেজে প্রয়োজনীয় বিষয়ের শিক্ষকের অভাব রয়েছে। সেখানে নিয়মমাফিক পড়াশোনা হচ্ছে না। সবকিছু মিলিয়ে শিক্ষাব্যবস্থার উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে নানা কারণে। পরীক্ষায় অংশ নিয়ে অনেক শিক্ষার্থী ফেল করছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে টানা ২১ বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করা এ শিক্ষাবিদ বলেন, যতদিন না প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেয়া হবে না, ততদিন শিক্ষার মান কাক্সিক্ষত স্তরে পৌঁছাবে না। হামিদা আলী বলেন, যারা পাস করছে, জিপিএ ৫ পাচ্ছে তাদের মান অবশ্যই রয়েছে। তা ছাড়া তো তারা কৃতকার্য হতে পারতো না।

কারণ একজন শিক্ষার্থীকে টেস্ট, প্রি-টেস্টসহ নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তবে কোথাও কোথাও মানের ঘাটতি থাকতে পারে। কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে কাঁচা থাকলে দুর্বলতা কাটানোর জন্য সেভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেবে। ভালোভাবে প্রস্তুতি না নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করাটা আমি সমর্থন করি না।

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0035369396209717