শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার উদ্দেশ্য : পাটমন্ত্রী - দৈনিকশিক্ষা

শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার উদ্দেশ্য : পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, শিক্ষার উদ্দেশ্য ব্যবসা নয়। প্রতিটি শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলাই এর উদ্দেশ্য। শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর কুড়িলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) স্থায়ী ক্যাম্পাসে জব ফেয়ার-২০১৯ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

জব ফেয়ারে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘যেসব শিক্ষার্থী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে বের হয়ে গেছেন তারাই আজ জব ফেয়ারে অংশ নিচ্ছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক সময় দুর্নাম ছিল, তারা সার্টিফিকেট বিক্রি করে। এই ধারা থেকে তারা বেরিয়ে এসেছে। শিক্ষা ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন ব্যাপক ভূমিকা পালন করছে।’

মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার বিকল্প অন্য কিছু নেই। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা দরকার। এজন্য কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের খেলার মাঠ নেই, ফলে তারা বিভিন্ন খারাপ পথে ধাবিত হচ্ছে। এআইইউবিতে এসে আমার সেই ধারণা বদলে গেল। আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান এটি। এখানে খেলার মাঠ, সবুজ বনায়ন, জিম সবই আছে। একজন শিক্ষার্থীর মেধাবিকাশে এগুলো ব্যাপক ভূমিকা পালন করে থাকে।’

এআইইউবি’র চেয়ারম্যান নাদিয়া আনোয়ার বলেন, ‘আমরা শিক্ষার্থীদের পরিপূর্ণ শিক্ষা দেয়ার পাশাপাশি তাদের সহশিক্ষাও দিয়ে থাকি। আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক কারিকুলামের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে থাকে। এখানে শিক্ষার্থীরা শিক্ষার যাবতীয় সুবিধা পেয়ে থাকে। একইসঙ্গে যে কোনো শিক্ষার্থী কোনো সমস্যায় পড়লে আমরা সেটা সমাধানে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে থাকি।’

জব ফেয়ারে দেশি-বিদেশি ১০৮টি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিকট থেকে সিভি নিচ্ছে। দিনভর চলা জব ফেয়ারে এআইইউবি এর শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড লামাগনা, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. তোফাজ্জেল হোসেনসহ প্রমুখ।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0037388801574707