শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা স্থগিত - দৈনিকশিক্ষা

শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা স্থগিত

নিজস্ব প্রতিবেদক |

শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা স্থগিত ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রতিযোগিতা স্থগিত করার নির্দেশনা দিয়ে চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার সকল কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতা স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে।

গত ১০ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়েছে শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা। শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সারাদেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্নমাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যতের ১২ জন জাতীয় মেধাবীদের স্বীকৃতি দেয়া হবে। একই সাথে এসব শিক্ষার্থীকে এককালীন বিশেষ বৃত্তি দেয়া হবে। 

শিক্ষা মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষাডটকমকে আরও জানায়, ১০ মার্চ থেকে ১২ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, ১৮ থেকে ১৯ মার্চ উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা, ২৩ থেকে ২৪ মার্চ জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর ২৯ মার্চ ঢাকা মহানগরী পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর আগামী ৩০ মার্চ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা, ২৩ এপ্রিল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এভাবেই ২০২০ খ্রিষ্টাব্দের বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ১৬ মার্চ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতা কবে থেকে শুরু হবে সে বিষয়ে শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়। 

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0066020488739014