শেকৃবিতে মাদকের বিস্তার, আসক্ত হচ্ছেন ছাত্রীরাও - দৈনিকশিক্ষা

শেকৃবিতে মাদকের বিস্তার, আসক্ত হচ্ছেন ছাত্রীরাও

দৈনিকশিক্ষা ডেস্ক |

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে মাদকের দৌরাত্ম্য বেড়েছে। মাদক সহজলভ্য হওয়ায় পাল্লা দিয়ে বেড়েছে মাদকসেবী শিক্ষার্থীর সংখ্যাও। এর আসক্তি থেকে বাদ যাচ্ছেন না ছাত্রীরা পর্যন্ত। অভিযোগে জানা গেছে, আবাসিক হলগুলোর পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে নিয়মিত বসছে মাদক সেবনের আসর। মাদকের টাকা জোগাতে শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছেন চুরি ও ছিনতাইয়ের সঙ্গে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটি লিখেছেন ওলী আহম্মেদ।

প্রতিবেদনে আরও জানা যায়, নির্ভরযোগ্য সূত্রের তথ্যানুযায়ী, ছাত্রদের ৩টি আবাসিক হলে মধ্যরাতে মাদকের আসর বসছে। নবাব সিরাজ-উদ-দৌলা হলের দুই ব্লকের ছাদে, ‘এ’ ব্লকের ৫ম তলা ও ৭ম তলা, ‘বি’ ব্লকের ২য় তলায়, কবি কাজী নজরুল ইসলাম হলের ছাদে, ‘এ’ ব্লকের ২য় তলার ৩টি ও ৬ষ্ঠ তলার ২টি কক্ষ এবং ‘বি’ ব্লকের ৩য় তলার ১টি কক্ষে নিয়মিত বসে ইয়াবা, মদ ও গাঁজার আসর।

সিরাজ-উদ-দৌলা হলের ২য় বর্ষের এক আবাসিক শিক্ষার্থী জানান, ‘গত ২৪ জুলাই মাদকের আসর বসার খবর সহকারী প্রক্টর রুহুল আমিন ও গত ৪ আগস্ট ইয়াবার আসর বসার খবর প্রক্টর ফরহাদ হোসেন স্যারকে জানানো হলে তারা বলেন, ‘এটি তো সামাজিক  সমস্যা। এ ব্যাপারে কীই-বা করা যায়!’ এ ধরনের কথা বলে তারা ফোনের সংযোগ কেটে দেন।

বিভিন্ন সূত্র জানায়, চিহ্নিত ১৯ জন ব্যবসায়ী ক্যাম্পাসে মাদক সরবরাহের সঙ্গে জড়িত। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নিরাপত্তা প্রহরী, এক গাড়িচালকের ভাই, দোয়েল ভবনের লিফটম্যান, বোটানি ল্যাবের এক অ্যাটেনডেন্টের ছেলে ও বস্তির কয়েকজন ভাড়াটিয়া মাদকদ্রব্য সরবরাহের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। এ ছাড়া ক্যাম্পাসে পাইকারি ও খুচরা মাদক ব্যবসার সঙ্গে বেশ কয়েকজন ছাত্রও জড়িত বলে অভিযোগ রয়েছে। 
এসব বিষয়ে প্রক্টর ফরহাদ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বস্তি আমাদের গলার কাঁটা। এ কারণেই মাদকের বিস্তার হচ্ছে। বাইরের চাপে আমরা বস্তিটি উচ্ছেদ করতে পারছি না।’ তিনি বলেন, ‘ক্যাম্পাসের ভিতরে জড়িতদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0033321380615234