সব ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন - দৈনিকশিক্ষা

সব ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |

দেশের বিভিন্ন অঞ্চলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণসহ সাতদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) এ  কর্মসূচি পালন করা হয়।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সরকারিকরণসহ সাত দফা দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ স্বতন্ত্র ঈবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সরকারিকরণসহ সাত দফা দাবিতে বাগেরহাটে  শিক্ষকদের মানববন্ধন। ছবি : সংগৃহীত

মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাশিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা কাজী ফয়েজুর রহমান, বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদকব মাওলানা শামসুল হক আনছারী, সহসভাপতি মাও. মতিয়ার রহমান, মোল্লা মুদ্দাসসির আলী, মো. মশিউর রহমান প্রমুখ।

মানববন্ধনে জেলার ৯ উপজেলার ১৬৫টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাদরাসা শিক্ষা বোর্ডের শর্তপূরণ সাপেক্ষে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের বিধি মোতাবেক সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৯৯৪ সালে এক পরিপত্রের মাধ্যমে রেজিস্ট্রার বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে রেজিস্ট্রার বেসরকারি প্রাইমারিগুলোকে সরকার সরকারিকরণকরলেও অবহেলিত থেকে যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা । এই মাদরাসার শিক্ষকরা এখন না খেয়ে মরার উপক্রম হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের বাঁচাতে মাদরাসাগুলোকে সরকারিকরণ করার দাবি জানাচ্ছি।

দাবিগুলো হচ্ছে: রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের মতো সব ইবতেদায়ি মাদরাসাকে মুজিববর্ষে সরকারিকরণের ঘোষণা। কোডবিহীন মাদরাসাগুলোকে বোর্ড কর্তৃক কোড নম্বর দেয়া, একজন আলিম শিক্ষকের পরিবর্তে, একজন এইচএসসি পাস শিক্ষক অন্তর্ভুক্ত করা, মাদরাসায় অফিস সহায়ক নিয়োগ, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, আসবাবপত্রসহ ভবন নির্মাণ, মাদরাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা।

এদিকে পঞ্চগড়েও বাংলাদেশ মাদরাসাশিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি প্রফুল্ল চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সফিউল আলম, মোহাম্মদ বাকী বিল্লাহসহ জেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।
 
এ সময় বক্তারা পঞ্চগড়ের ৫ উপজেলায় মোট ৪০টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন হলেও তা সরকারিকরণ করা হয়নি। তাই সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাসমূহ সরকারিকরণে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। এ ছাড়া নীলফামারীতে একই কর্মসূচি পালন করা হয়েছে।

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.003925085067749