সব শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি যবিপ্রবি শিক্ষক সমিতির - দৈনিকশিক্ষা

সব শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি যবিপ্রবি শিক্ষক সমিতির

যশোর প্রতিনিধি |

দেশের সব শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শিক্ষক সমিতি। রোববার (৭ জুলাই) বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) ইংরেজি বিভাগের উপদেষ্টা-অধ্যাপক মাসুদ মাহমুদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সমিতির শিক্ষক নেতারা। 

মানববন্ধনে যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, বাংলাদেশের শিক্ষকেরা এখন নানামুখি সংকটে রয়েছে। চট্টগ্রামের ইউএসটিসির উপদেষ্টা-অধ্যাপক মাসুদ মাহমুদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। দেশবাসীর প্রতি আমার আহ্বান, শিক্ষকদের সম্মান রক্ষায় আপনারা এগিয়ে আসুন। 

অধ্যাপক মাসুদ মাহমুদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. নাজমুল হাসান বলেন, ছাত্র নামধারী সন্ত্রাসীরা অধ্যাপক মাসুদ মাহমুদকে টেনে-হিঁচড়ে তাঁর জামা ছিড়ে ফেলে, তাঁকে কিল-ঘুষি দেয়। পরবর্তীতে তাঁকে পুড়িয়ে মারার উদ্দেশ্যে গায়ে কেরোসিন ঢেলে দেয়। একজন শিক্ষককে এভাবে অপমান করাটা সভ্য সমাজের জন্য যেমন লজ্জার, তেমনি জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যের। কোনো শিক্ষক সমাজ এটা মেনে নিতে পারে না। 

শেখ হাসিনা ছাত্রী হলের প্রাধ্যক্ষ ড. সেলিনা আক্তার বলেন, অধ্যাপক মাসুদ মাহমুদের শিক্ষা প্রদানের পদ্ধতি নিয়ে আজীবন তিনি প্রশংসা পেয়েছেন। অথচ কোনো ক্লাস না করে কিছু ছাত্র পরীক্ষা দিতে চেয়েছিল, এখানে মাসুদ মাহমুদ বাধা দিয়েছেন। এরপর তার সঙ্গে যা হলো সেটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

মানববন্ধনে শিক্ষক সমিতির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন যবিপ্রবির নীল দল। নীল দলের নির্বাহী সদস্য ডা. ফিরোজ কবির বলেন, কিছু বিপথগামী শিক্ষার্থীরা যেভাবে ধর ধর বলে অধ্যাপক মাসুদ মাহমুদকে তাড়া করেছিল, তা একটি সভ্য জাতির জন্য লজ্জার। এ ধরনের কর্মকাণ্ড কুঁড়িতেই বিনষ্ট না করা গেলে ভালো মানের শিক্ষার পরিবেশ এ দেশে থাকবে না। 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, যবিপ্রবি শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. সুব্রত মণ্ডল, যবিপ্রবির সহকারী প্রক্টর ড. হাসান মো. আল ইমরান, শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক ড. প্রকৌশলী মো. আমজাদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নওশীন আমিন শেখ, কার্যনির্বাহী সদস্য হয়েছেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওবায়েদ রায়হান, ইংরেজি বিভাগের প্রভাষক আল-ওয়ালিদ, ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ফাতেমা সুলতানা, গণিত বিভাগের প্রভাষক দীপা রায় প্রমুখ।

অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0047941207885742