সমাপনী পরীক্ষায় শিশুদের আত্মবিশ্বাস জাগছে : প্রধানমন্ত্রী - Dainikshiksha

সমাপনী পরীক্ষায় শিশুদের আত্মবিশ্বাস জাগছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

শিশুদের প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষার বিষয়ে বিভিন্ন সমালোচনার জবাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ক্লাস ফাইভে একটা পরীক্ষা হচ্ছে, ক্লাস এইটে একটা পরীক্ষা হচ্ছে। অনেকে এর বিরুদ্ধে কথা বলে। অনেকের আপত্তিও আছে—কেন এই পরীক্ষা হচ্ছে?  প্রধানমন্ত্রী বলেন, এই পরীক্ষার ফলে ছোট শিশুদের ভেতরে একটা আত্মবিশ্বাস জেগে উঠছে। 

সোমবার (২৪ ডিসেম্বর) গণভবনে প্রাথমিক ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশ ও বই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রাথমিক ও জেএসসির প্রয়োজনীয়তার বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী আরো বলেন, সকলেই তো একেবারে ধারাবাহিক উচ্চশিক্ষা নেবে না। এখানে কারিগরি শিক্ষা বা ভোকেশনাল ট্রেইনিং, অনেকের নানা ধরনের কার্যক্রম করার দক্ষতা থাকে, দক্ষতাটা বিকশিত হওয়া এটাও একটা প্রয়োজন। সেখানে একটা সার্টিফিকেট থাকলে তাদেরও সুবিধা। যে কেউ যদি একেবারে গতানুগতিক শিক্ষা গ্রহণ না করে যদি একটা কারিগরি দিকে যেতে চায়, তখন থেকে আমরা তাদের সে ব্যবস্থাটা করে দিতে পারি। তো সেভাবে আমরা ভোকেশনাল ট্রেইনিং, কারিগরি শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিচ্ছি।’

অনুষ্ঠানের শুরুতে প্রতিবন্ধী শিশুদের হাতে নতুন বই তুলে দেন প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

গত ১ নভেম্বরে (বৃহস্পতিবার) থেকে সারাদেশে একযোগে শুরু হয় 'জুনিয়র স্কুল সার্টিফিকেট' (জেএসসি) ও মাদরাসা শিক্ষার্থীদের 'জুনিয়র দাখিল সার্টিফিকেট' (জেডিসি) পরীক্ষা। ১ নভেম্বর শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত চলে জেএসসি পরীক্ষা। অপরদিকে জেডিসি পরীক্ষা চলে ১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। ২০১৮ খ্রিস্টাব্দে আট বোর্ডের অধীনে জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেএসসি ও জেডিসিতে অংশ নেয়। 

অপরদিকে প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষা ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে ২৬ নভেম্বর শেষ হয়। এ দুটি পরীক্ষায় এবার মোট ২৯ লাখ ৩৪ হাজার ৯৫৫ জন অংশ নেয়। এর মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের মধ্যে ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন ছাত্র এবং ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ ছাত্রী। ইবতেদায়ি সমাপনীতে ছাত্র এক লাখ ৬৬ হাজার ৮১৪ ও ছাত্রী এক লাখ ৫১ হাজার ৩৯ জন।

সাধারণত এসব পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর প্রকাশ করা হয়। কিন্তু এ বছর ৩০ ডিসেম্বর নির্বাচন থাকায় এক সপ্তাহ আগে ফল প্রকাশ করা হচ্ছে।

হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য - dainik shiksha হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা - dainik shiksha ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক - dainik shiksha সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার - dainik shiksha রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.022696018218994