সরকারিকৃত স্কুল শিক্ষকদের বকেয়াসহ বেতন ছাড় - দৈনিকশিক্ষা

সরকারিকৃত স্কুল শিক্ষকদের বকেয়াসহ বেতন ছাড়

নিজস্ব প্রতিবেদক |

ছয়মাস ধরে মানবেতর জীবনযাপন করছিলেন সরকারিকৃত ১৭টি হাইস্কুলের প্রায় সাড়ে চারশ শিক্ষক-কর্মচারী। আত্তীকরণ ও অ্যাডহক নিয়োগ সম্পন্ন হওয়ায় তাদের এমপিও বন্ধ হয়েছে গত ৬ মাস আগে। কিন্তু রাজস্ব খাত থেকে বেতন ভাতা প্রাপ্তির সম্পূর্ণ কাজ এখনো শেষ না হওয়ায় তারা বেতন পাচ্ছিলেন না। এ নিয়ে দেশের শিক্ষা বিষয়ক একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষাডটকমে প্রতিবেদন প্রকাশের পর এই ১৭টি সরকারিকৃত স্কুলের শিক্ষকদের বেতন ছাড় করেছে সরকার।

রোববার (৩ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ২০১৯-২০ অর্থবছরের সরকারি মাধ্যমিক স্কুল খাতে অতিরিক্ত বরাদ্দের টাকা ছাড় করা হয়। একই সাথে ১৭টি সরকারিকৃত স্কুলের শিক্ষক কর্মচারীদের বকেয়াসহ বেতন ভাতা পাঠানো হয়েছে। একই সাথে ১৭টি সরকারিকৃত স্কুল শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা উত্তোলনের অনুমতি দেয়া হয়েছে।

স্কুলগুলো হল, কুষ্টিয়ার সরকারি ভেড়ামারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, যশোরের অভয়নগর নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়, খুলনার দিঘুলিয়া সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়, নীলফামারী সৈয়দপুর তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকার লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সাতক্ষীরার শ্যামনগর নকিপুর এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়,  কুমিল্লার দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বাগেরহাটের রামপালের গিলাতলা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, রাঙ্গামাটির কাউখালী পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়, বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনার পূর্বধলা জে এম পাইলট উচ্চ বিদ্যালয়, বারহাট্টা সি কে পি পাইলট উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফেনীর ফুলগাজী পাইলট হাইস্কুল, নড়াইলের লোহাগাড়া সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকার শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, রোববার (৩ মে) ২০১৯-২০ অর্থবছরের সরকারি মাধ্যমিক স্কুল খাতে অতিরিক্ত বরাদ্দের টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে সরকারিকৃত ১৭টি স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা অন্তর্ভুক্ত আছে। তাই এসব স্কুলের শিক্ষক কর্মচারীদের বকেয়া ভাতা উত্তোলনের অনুমতি দিয়েছে শিক্ষা অধিদপ্তর।

এদিকে করোনার ক্রান্তিলগ্নে সরকারিকৃত ১৭টি স্কুলের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন সরকারিকৃত মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুধাংশু শেখর তালুকদার ও সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন।

এদিকে দেশে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব সরকারি অফিস স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। জনজীবন হয়ে পড়েছে স্থবির। এই অবস্থায় বিপাকে পড়েছিলেন সরকারিকৃত এ ১৭টি স্কুলের শিক্ষকরা। তারা তাদের কষ্টের কথা বলেছিলেন দৈনিক শিক্ষার কাছে। এ নিয়ে গত ১২ এপ্রিল দৈনিক শিক্ষাডটকমে ‘আত্তীকৃত কিন্তু সরকারি বেতন না পাওয়া শিক্ষকরা চরম অর্থকষ্টে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর কিছুদিন পরই এসব শিক্ষক-কর্মচারীর বেতন ভাতা বকেয়াসহ ছাড়া হলো।

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0052869319915771