স্কুল ও অন্যান্য স্থাপনায় চলছে ২২৮ পুলিশ ফাঁড়ি - দৈনিকশিক্ষা

স্কুল ও অন্যান্য স্থাপনায় চলছে ২২৮ পুলিশ ফাঁড়ি

দৈনিকশিক্ষা ডেস্ক |

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া মহাবিদ্যালয়। অল্পকিছু শ্রেণিকক্ষ নিয়ে গড়ে ওঠা এ শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধেকটাজুড়ে ফাঁড়ি স্থাপন করেছে পুলিশ। এতে একদিকে স্কুলে পাঠদান ও দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে সংকীর্ণ স্থানে পুলিশ সদস্যদেরও থাকতে সমস্যা হচ্ছে। রোববার (২৭ অক্টোবর) বণিক বার্তা পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটি লিখেছেন নিহাল হাসনাইন।

প্রতিবেদনে আরও বলা হয়, শুধু কয়া পুলিশ ফাঁড়িই নয়, সারা দেশে এ রকম ২২৮টি পুলিশ ফাঁড়ি রয়েছে, যেগুলো স্কুল-কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠানের ভবন থেকে কার্যক্রম পরিচালনা করছে। কোনো কোনোটি রয়েছে আবার পরিত্যক্ত ভবনে। নিজস্ব ভবন না থাকায় অন্যের স্থাপনায় এভাবে কার্যক্রম চালাতে হচ্ছে এসব পুলিশ ফাঁড়িকে।

কয়া মহাবিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, জমি বরাদ্দ পেলে ভবনটি ছেড়ে দেয়ার শর্তে ২০০২ খ্রিষ্টাব্দে স্কুলের মূল ভবনে অস্থায়ী ফাঁড়ি স্থাপন করে কুমারখালী থানা। এর পর থেকে প্রতিষ্ঠানটির চারটি কক্ষ নিয়ে পরিচালিত হচ্ছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম। ফাঁড়ির পাশাপাশি নিজেদের রাত যাপনের জন্যও স্কুল ভবনটিই ব্যবহার করছেন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা। রাস্তা থেকে স্কুলের প্রবেশমুখের চারটি কক্ষে থাকেন তারা। আগে এ কক্ষগুলো স্কুলের শিক্ষার্থীদের কমনরুম ও পাঠাগার হিসেবে ব্যবহার হতো।

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয় ভবনে প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির কার্যক্রম চলছে। নীলকমল ইউনিয়নে নদীভাঙনে বেশকিছু বাড়ি, বসতঘরসহ নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ভবনটিও নদীতে বিলীন হয়ে যাওয়ার পর সেখানে আর কোনো নৌ-পুলিশ ফাঁড়ির ভবন নির্মিত হয়নি। ওই সময় চরভৈরবী ইউনিয়নে ফাঁড়িটি স্থানান্তর করা হয়। সেখানেও পরপর তিনবার ভাঙনের শিকার হয়ে বর্তমানে মহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের দুটি কক্ষে নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির কার্যক্রম চলছে।

পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, বর্তমানে সারা দেশে দুটি নৌ থানাসহ মোট ৬৫৭টি থানা রয়েছে। এসব থানার সহায়ক হিসেবে রয়েছে ৪৫৯টি পুলিশ ফাঁড়ি। এসব পুলিশ ফাঁড়ির মধ্যে ২২৮টি ফাঁড়ির নিজস্ব জমি নেই। বাকি ২৩১টি ফাঁড়ির নিজস্ব জমি রয়েছে। নিজস্ব জমিতে থাকা ফাঁড়িগুলোর মধ্যে ১১৭টির ভবন রয়েছে। বাকি ১১৪টি ফাঁড়িতে ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। সরকারি ও বেসরকারি স্থাপনায় আশ্রিত হিসেবে থাকা ২২৮টি পুলিশ ফাঁড়ির জন্য কয়েক দফায় পুলিশ সদর দপ্তর থেকে চাহিদাপত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (পুলিশ-২) মো. জাহাঙ্গীর আলম বলেন, যেসব পুলিশ ফাঁড়ির নিজস্ব জমি নেই তাদের জমির প্রাপ্যতাসংক্রান্ত নীতিমালা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। নীতিমালা চূড়ান্ত হলে জমি সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হবে। অবশিষ্ট ফাঁড়িগুলোর মধ্যে যেগুলোর নিজস্ব জমি রয়েছে, সেখানে কিন্তু নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে ৪৩টি ফাঁড়ির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ফাঁড়ির জন্যই জমির ব্যবস্থা করা হবে। পাশাপাশি বাজেটের সীমাবদ্ধতার বিষয়টিও মাথায় রাখতে হবে।

শুধু পুলিশ ফাঁড়ির ক্ষেত্রেই নয়, থানাগুলোও বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ভাড়া নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। রাজধানীর মালিটোলা রোডে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ফজলুল করিম কমিউনিটি সেন্টারে রয়েছে বংশাল থানা। আফির উদ্দিন সরদার কমিউনিটি সেন্টারে কার্যক্রম পরিচালনা করছে মুগদা থানা। টিপু সুলতান রোডের হাজি আব্দুর রহিম কমিউনিটি সেন্টারে রয়েছে ওয়ারী থানা। এছাড়া ইসলামবাগ কমিউনিটি সেন্টারে দীর্ঘদিন কার্যক্রম পরিচালনার পর জমি অধিগ্রহণ করে নতুন ভবনে স্থানান্তর হয়েছে লালবাগ থানা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ফাঁড়ি ও থানার পাশাপাশি পুলিশের আবাসন ব্যবস্থার উন্নয়নে বেশকিছু প্রকল্প চলমান রয়েছে। এডিপির অর্থায়নে বর্তমানে পুলিশ বিভাগের ১০১টি জরাজীর্ণ থানা ভবন টাইপ প্ল্যানে নির্মাণ করা হচ্ছে, বর্তমানে যার অগ্রগতি ৭৭ শতাংশ। পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে ১২টি ব্যারাক ভবন নির্মাণের কাজ চলছে, যার অগ্রগতি ৬৬ শতাংশ। সিআইডি, পিবিআইসহ নয়টি পুলিশ অফিস ভবন নির্মাণের কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। পুলিশ বিভাগের ১৯টি জেলা ও ইউনিটে অস্ত্রাগার নির্মাণকাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। পাশাপাশি ১৯টি নৌ-পুলিশ ফাঁড়ি ও ব্যারাক নির্মাণকাজ ৫৫ শতাংশ সম্পন্ন হয়েছে।

নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0069968700408936