স্কুল ভবন উদ্বোধন না করে ফিরে গেলেন এমপি - দৈনিকশিক্ষা

স্কুল ভবন উদ্বোধন না করে ফিরে গেলেন এমপি

বগুড়া প্রতিনিধি |

নিম্নমানের কাজ হওয়ায় বগুড়ার সারিয়াকান্দির কর্ণিবাড়ি ইউনিয়নের দুর্গম চরে একটি বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেননি স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান। ওই ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে নির্মাণকাজে অনিয়ম দেখে তিনি ক্ষোভ প্রকাশ করে ফিরে যান।

ভবন উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে বিশাল জনসভার আয়োজন করা হয়। ভবন উদ্বোধন করার জন্য বৈরী আবহাওয়ার মধ্যে নদীপথে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিকেলে বিদ্যালয়ে পৌঁছান বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। কিন্তু নতুন ভবন পরিদর্শনকালে তিনি দেখতে পান, নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু, সিমেন্ট ব্যবহার করায় ভবনের প্লাস্টার খুলে পড়ছে। ফলে তিনি ভবন উদ্বোধন না করে ক্ষোভ প্রকাশ করে সরাসরি জনসভার মঞ্চে গিয়ে বসেন। এরপর তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে তলব করেন।

এ বিষয়ে কর্ণিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী বলেন, ‘ভবনটি নির্মাণে প্রথম থেকেই অনিয়ম করা হয়েছে। ডোমারসিন বালু ব্যবহার না করে চরের লোকাল বালু দিয়ে ঢালাই ও প্লাস্টারের কাজ করা হয়েছে। ঠিকাদার প্রভাবশালী হওয়ায় কর্তৃপক্ষের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।’

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন ফোনে বলেন, ‘কাজের কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। কাজের ফাইনাল বিল প্রদান করা হয়নি। কাজ সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত বিল প্রদান করা হবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৭০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে শোনপচা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে নির্মাণকাজ শুরু করেছিলেন ঠিকাদার ইমরান হোসেন রিবন। দুর্গম এলাকা হওয়ায় নজরদারি কম থাকার সুযোগে ঠিকাদার ইচ্ছামতো তড়িঘড়ি করে নির্মাণকাজ শেষ করেন। নির্মাণসামগ্রী ব্যবহার করা হয় নিম্নমানের। এ কারণে নতুন ভবন উদ্বোধনের আগেই দেয়ালের প্লাস্টার খসে পড়তে থাকে। ইটগুলোও মাটির মতো গুঁড়া হয়ে যায়।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0043389797210693