স্কুল ভবন নির্মাণে অনিয়ম, ঢালাই ভেঙে দিল কমিটি - Dainikshiksha

স্কুল ভবন নির্মাণে অনিয়ম, ঢালাই ভেঙে দিল কমিটি

পাবনা প্রতিনিধি |

পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডার পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের নির্মাণ কাজের মান ভালো না হওয়ায় লিন্টেল ঢালাই ভেঙে কাজ বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি। গতকাল সোমবার সকালে ঠিকাদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিচালনা কমিটিসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে ভবিষ্যতে কাজের মান খারাপ হবে না এবং ভবনের কোনো ত্রুটি দেখা দিলে ঠিকাদার দায়ী থাকবে উল্লেখ করে লিখিতভাবে মুচলেকা দিয়েছেন। এরপর নতুন করে নির্মাণকাজ শুরু করেছেন ঠিকাদার।

শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটি, নির্মাণ শ্রমিকদের দেওয়া তথ্য মতে, জাইকার অর্থায়নের ২২ লাখ টাকা ব্যয়ে উপজেলার পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজের দুই কক্ষের ভবন নির্মাণকাজ শুরু করেছে মেসার্স আতিয়ার কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত রোববার রাতে ঠিকাদারের লোকজন জানালার লিন্টেল ঢালাইয়ে রডের যথাযথ ব্যবহার না করে ঢালাই কাজ শেষ করে। বিষয়টি জানাজানি হলে সকালে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে ঢালাইটি ভেঙে কাজ বন্ধ করে দেন। খবর পেয়ে ঠিকাদার সিরাজুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন।

পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঠিকাদার ভবিষ্যতে নির্মাণ কাজের মান খারাপ করবে না এবং ভবনের কোনো ত্রুটি হলে দায়ী থাকবে বলে লিখিতভাবে মুচলেকা দিয়েছেন। এরপর কমিটির সকলের সিদ্ধান্তে তাকে নতুন করে কাজ শুরু করতে অনুমতি দেওয়া হয়েছে।

ঠিকাদার সিরাজুল ইসলাম দাবি করেন, ঢালাই কাজে একজন মিস্ত্রিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনিই কাজটি খারাপ করে পালিয়েছেন। এ জন্য তিনি ঠিকাদার হিসেবে দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে নির্মাণকাজের মান খারাপ হবে না বলে লিখিতভাবে মুচলেকা দেওয়ার কথা স্বীকার করেন তিনি।

ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী এনামুল কবির জানান, ‘খবরটি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখে পদক্ষেপ নেব।’

স্থানীয় গণমাণ্য ব্যক্তিরা বলছেন, পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজের মতো দেশের অন্যান্য এলাকার প্রকল্পের নির্মাণকাজ যদি এভাবে দেখভাল করা হতো এবং ঠিকাদারকে দায়বদ্ধতার মধ্যে রাখা যেত তাহলে কাজের নানা রকম অনিয়ম, দুর্নীতি দূর হতো।

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0064160823822021