স্কুলছাত্রদের দর্শক বানিয়ে জনসমাবেশ, প্রধান অতিথি মেয়র - দৈনিকশিক্ষা

স্কুলছাত্রদের দর্শক বানিয়ে জনসমাবেশ, প্রধান অতিথি মেয়র

দৈনিকশিক্ষা ডেস্ক |

বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জড়ো করে একটি স্কুলভবনের উদ্বোধনী অনুষ্ঠান করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চসিকের এই ‘জনসমাবেশ’ আয়োজন নিয়ে বন্দরনগরীতে চলছে নানা সমালোচনা।

রোববার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে রবীন্দ্র-নজরুল কিন্ডারগার্টেন ও পাথরঘাটা সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠান হয়েছে।

আগামী ৫ আগস্ট মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বাধীন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হচ্ছে। অভিযোগ উঠেছে, মেয়াদ শেষের আগেই তড়িঘড়ি করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে চসিক আইন লঙ্ঘনের এই ঘটনা ঘটিয়েছে। ফলে পাথরঘাটাসহ আশপাশের এলাকায় সংক্রমণের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে বলে অভিমত জানিয়েছেন চিকিৎসকেরা।

চসিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরীর পাথরঘাটায় জাইকার অর্থায়নে ৯ কোটি ৫২ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে রবীন্দ্র-নজরুল কিন্ডারগার্টেন ও পাথরঘাটা সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের পাঁচতলা ভবন নির্মাণ করা হয়েছে। একইসঙ্গে পশ্চিম মাদারবাড়িতে ৫ কোটি ৪২ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার এবং পূর্ব মাদারবাড়িতে ৩ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের নতুন ভবন নির্মাণ করা হয়েছে।

পাথরঘাটায় উদ্বোধনী অনুষ্ঠানের দর্শকসারির ছবিতে দেখা গেছে, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ দুই শতাধিক লোক উপস্থিত রয়েছেন। শখানেক শিক্ষার্থী বসেছেন স্কুলের পোশাক পরিহিত অবস্থায়। সেইসঙ্গে রয়েছেন বিভিন্নবয়সী আরও নারী-পুরুষ। সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে দর্শকসারিতে চেয়ার বসানো হয়নি। ফলে জটলা তৈরি হয়েছে। তবে তাদের মুখে মাস্ক দেখা গেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর মো. ইসমাইল হোসেন বালি। প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মোছাম্মৎ লুৎফুন্নেছা দোভাষ বেবী।

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বন্ধ থাকা স্কুলের ছাত্রদের অনুষ্ঠানে হাজির করা নিয়ে এক প্রশ্নের জবাবে কাউন্সিলর ইসমাইল হোসেন বালি  বলেন, ‘ছাত্রদের আমি দাওয়াত করে আনিনি। ৫০-৬০ জন ছাত্র হঠাৎ করে অনুষ্ঠানে ঢুকে পড়েছে। তাদের তো বের করে দিতে পারি না। যেসব ছাত্ররা এসেছে, তাদের সবার বাসা স্কুলের আশপাশে। এলাকায় তাদের স্কুলভবন উদ্বোধন হচ্ছে জানতে পেরে তারা চলে আসে।’

আকস্মিকভাবে ঢুকে যাওয়া শিক্ষার্থীদের পরনে স্কুলের পোশাক ছিল কেন জানতে চাইলে কাউন্সিলর কোনো সদুত্তর দিতে পারেননি।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবর্ণা ভট্টাচার্য  বলেন, ‘কাউন্সিলর মহোদয় আমাদের বলেছেন, ছাত্রদের অনুষ্ঠানে আনার জন্য। আমি স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে প্রত্যেক শ্রেণি থেকে শুধুমাত্র ১০ জন করে সুস্থ ছাত্রকে অনুষ্ঠানে আসতে বলি। স্বাস্থ্যবিধি মেনে তিন ফুট দূরত্বে চেয়ার বসানো হয়েছিল। কিন্তু মেয়র মহোদয় আসার পর হঠাৎ করে একসঙ্গে ছাত্ররা ঢুকে যাওয়ায় অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা তৈরি হয়। সেজন্য স্বাস্থ্যবিধি আর মানা যায়নি।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া বলেন, ‘আমি অনুষ্ঠানে যাইনি। সেখানে স্কুলের ছাত্রদের আসতে বলা হয়েছে, এমন কোনো তথ্য আমার কাছে ছিল না। এ বিষয়ে কেউ আমার সঙ্গে কথাও বলেনি। এখন আমি যেহেতু বিষয়টি জানতে পেরেছি, আমি অবশ্যই স্কুলের প্রধান শিক্ষকের কাছে কৈফিয়ত চাইবো।’

পাথরঘাটার পাশাপাশি পূর্ব ও পশ্চিম মাদারবাড়িতেও একইভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে সেখানে শিক্ষার্থীর সমাগম হয়নি বলে জানা গেছে। এসব অনুষ্ঠানে উপস্থিত থাকা চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নীলু নাগ বলেন, ‘মাদারবাড়িতে কোনো অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা ছিল না। এখানে বড় কোনো জনসমাগমও ছিল না। শুধু উদ্বোধনের পর সংক্ষিপ্ত আকারে দোয়া মাহফিল হয়েছে।’

পাথরঘাটায় অনুষ্ঠানে যাওয়া চসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাস্থ্যবিধি না মেনে এবং শিক্ষার্থীদের জড়ো করে অনুষ্ঠানের আয়োজন নিয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীনও বিরক্ত হন। অনুষ্ঠান শেষে আয়োজকদের কাছে মেয়র এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0068719387054443