স্কুলছাত্রীর মাথা ফাটালো বখাটেরা - দৈনিকশিক্ষা

স্কুলছাত্রীর মাথা ফাটালো বখাটেরা

মাদারীপুর প্রতিনিধি |

মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তারকে ইটের টুকরো ছুড়ে মাথা ফাটিয়ে দিয়েছে বখাটেরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। এ সময় বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা দ্রুত আহত ছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত স্কুলছাত্রী সুমাইয়া জানায়, দোতলায় শ্রেণিকক্ষে বসে থাকা অবস্থায় জানালা দিয়ে একটি ইটের টুকরো এসে সজোরে তার মাথায় আঘাত করে। এতে কপালের সামনে দিকে ফেটে গিয়ে রক্ত ঝরতে থাকে। এরপর সবাই তাকে হাসপাতালে নিয়ে এসেছেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের এই বালিকা বিদ্যালয়সহ আরও কয়েকটি বালিকা বিদ্যালয়ের সামনে বখাটেরা শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে আসছে। মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের আশপাশে একাধিক কিশোর গ্যাং রয়েছে। যাদের বিরুদ্ধে এখন পর্যন্ত প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামূল হক খান বলেন, বিদ্যালয়ের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে, সেখান দিয়ে সবাই চলাচল করে। মাঝে মাঝেই বখাটেরা সেখান থেকে ইটের টুকরো ছুড়ে মারে। শিক্ষকরা এর আগে কয়েকবার দৌড়ে বখাটেদের ধরতে গিয়েও ধরতে পারেনি। প্রশাসনের কাছে এর আগেও অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি। আমরা এ ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করছি।

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.010802030563354