স্কুলমাঠে আইন কলেজ সম্প্রসারণের অভিযোগ - Dainikshiksha

স্কুলমাঠে আইন কলেজ সম্প্রসারণের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি |

School

টাঙ্গাইলে একটি বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে আইন কলেজ সম্প্রসারণের অভিযোগে সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থান নিয়ে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় পুরো শহরের যান চলাচল বন্ধ থাকে।

শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের মাঠে এ ভবন নির্মাণে তাদের পাঠদানসহ মানসিক বিকাশ চরমভাবে বাঁধাগ্রস্থ হবে। ল’কলেজ নামক প্রতিষ্ঠানটি অন্যত্র সরিয়ে নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানসহ মানসিক বিকাশ বৃদ্ধি করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে, ১৯৩৯ সালে টাঙ্গাইল শহরের প্রাণ কেন্দ্র মেইন রোডে অ্যাডভোট পূর্ণেন্দু মোহন ঘোষ তার নিজের বসত বাড়ির সাড়ে ৪১ শতাংশ জমিতে ‍‌‌‌’সুর প্রভা ঘোষ ঠাকুর বিদ্যালয়’ নামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

১৯৭৩ সালে বিদ্যালয়টি সরকারি করণ করা হয়। পরবর্তীতে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ হয়। সরকারি করণ করা হলেও ভূমিটি অর্পিত থেকে যায়। ওই তালিকা হতে অবমুক্তির জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ বার বার চেষ্টা করেও ব্যর্থ হন।

পরবর্তীতে ১৯৮২ সালে টাঙ্গাইলের তৎকালিন জেলা প্রশাসক জেলা মহিলা সমিতিকে ওই জমির ১৪ শতাংশ লিজ প্রদান করেন।

১৯৮৩ সালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিদ্যালয়কে ২১ ও টাঙ্গাইল ল কলেজকে সাড়ে ৬ শতাংশ জমি লিজ দেন। ওই লিজ গ্রহণের পর থেকেই ল কলেজ প্রাথমিক বিদ্যালয় চত্বরে ক্লাস করে আসছে। সম্প্রতি ল কলেজ কর্তৃপক্ষ বিদ্যালয়কে না জানিয়ে ভূমি সংস্কার বোর্ড হতে আরো ৬ শতাংশ জমি লিজ গ্রহন করে।

গত মঙ্গলবার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের ল কলেজের পক্ষে ওই ভুমির দখল নিতে বিদ্যালয় চত্বরে নিজের ছবি সম্বলিত একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে একটি ঘর নির্মানের উদ্বোধন করেন।

আইন কলেজের শিক্ষক ও অ্যাডভোকেট বারের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলীর নেতৃত্বে ওই জমিতে ঘর উঠাতে গেলে পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বাধা দেন। এসব ঘটনায় ফুসে উঠে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসকান্দার জানান, আইন কলেজটি স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ এটি স্থানান্তর না করে বরং বিদ্যালয় মাঠেই তাদের পরিধি বাড়ানোর কাজ শুরু করেছে। এতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। এ বিদ্যালয়ের ১ হাজার ২০০ ছাত্র-ছাত্রী পড়ালেখা করছে বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান।

এদিকে আইন কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ দাবি করেন, ১৯৮১ সালে ভূমি বোর্ড কলেজের নামে ১২ শতাংশ অর্পিত সম্পত্তি লিজ দেয়। সেখানেই কলেজের ভবন হচ্ছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, আমি এ জেলায় কয়েক দিন আগে যোগ দেওয়ায় এখনও তেমন কিছু জানি না। তবে বিষয়টি নিয়ে দ্রুত বৈঠকে বসার ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।

বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।

অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0034909248352051