স্কুলে স্কুলে বাঁধভাঙা উচ্ছ্বাস - দৈনিকশিক্ষা

স্কুলে স্কুলে বাঁধভাঙা উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক |

কখনো বৃষ্টির সাথে ভ্যাপসা গরম। আবার কখনো ঝলমলে রোদ। এরই মধ্যে গতকাল রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকাল থেকেই মায়াভরা মুখের ছড়াছড়ি। চোখে-মুখে অস্থিরতার ছাপ। কখন ফল প্রকাশিত হবে। অবশেষে অপেক্ষার পালা শেষ। টাঙানো হলো পরীক্ষার ফল। উত্কণ্ঠার অবসান ঘটিয়ে তারা মেতে উঠে আনন্দের বন্যায়। শিক্ষার্থীদের উল্লাস ধ্বনিতে মুখরিত হয়ে উঠে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ঢাক-ঢোল পিটিয়ে নেচে-গেয়ে বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে তারা। শিক্ষার্থীদের এই মুহূর্ত ভাগাভাগি করে নিয়েছেন তাদের অভিভাবক ও শিক্ষকরা। গতকাল রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজউক উত্তরা মডেল কলেজঃ এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশের পর উচ্ছ্বাসে মেতে ওঠে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে পাসের হার ১০০ শতাংশ। এবার পরীক্ষায় মোট ৭৫১ শিক্ষার্থী অংশগ্রহণ করে। মোট জিপিএ-৫ পেয়েছে ৬৬৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৬১৫ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৯৬ জন। ব্যবসায়িক শিক্ষায় ১৩৬ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭০ শিক্ষার্থী। কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলম বলেন, এবারও আমরা ভালো করেছি। এবার সব জায়গাতেই রেজাল্ট একটু খারাপ হয়েছে। এজন্য আমাদের ব্যবসায় শাখা থেকে অনেকে জিপিএ-৫ পায়নি। তবে সবাই পাস করেছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজঃ প্রতিষ্ঠানটিতে এবার পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৬১২ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৮৮ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৪২ জন। প্রতিষ্ঠানটির ব্যবসায় শাখায় ২ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। 

ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস বলেন, গতবারের তুলনায় এবার অনেক ভালো করেছে শিক্ষার্থীরা। আমাদের সার্বিক প্রচেষ্টার ফল পেয়েছি। যথেষ্ট যত্ন, ভালো শিক্ষার পরিবেশ, দক্ষ শিক্ষক, অভিভাবকদের সহযোগিতা সর্বোপরি শিক্ষার্থীদের প্রচেষ্টাই আমাদের ধারাবাহিক ভালো ফলাফলের মূল কারণ বলে জানান তিনি।

মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজঃ মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৮০৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৬৬ জন। অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, আমাদের ছাত্র-ছাত্রী ভালো ফলাফল করেছে। এতে আমরা সন্তুষ্ট। পাসের হার ৯৯ দশমিক ৮৯ শতাংশ। সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। জানা যায়, প্রতিষ্ঠানটি থেকে ১ হাজার ৮০৯ জন পরীক্ষার্থীর মধ্যে দু’জন একটি করে পরীক্ষা দেয়নি। ১ হাজার ৫৬৯ জন বিজ্ঞান বিভাগ ও ২৪০ জন বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়।

মাইলস্টোন স্কুল এণ্ড কলেজঃ এবারও সাফল্যের ধারা বজায় রেখেছে উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন স্কুল এণ্ড কলেজ। এ বছর কলেজটি থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১ হাজার ১৭৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১ হাজার ১৭৮ জন পাস করে। পাসের হার ৯৯ দশমিক ৯২ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৯০ জন।  কলেজের প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া বলেন, আমাদের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকগণ সারাবছর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পার করেন। অর্থাত্ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা পুরো শিক্ষাবর্ষে একসাথে এগিয়ে চলি এবং একটি সেরা ফলাফল অর্জনে সক্ষম হই।

সামসুল হক খান স্কুল এন্ড কলেজঃ  ডেমরার সামসুল হক খান স্কুল এন্ড কলেজ থেকে ৯৫৮ জন এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়। তাদের সকলেই উত্তীর্ণ। প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৪৯ জন। প্রতিষ্ঠানটির প্রধান  প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, বিগত বছরের তুলনায় গড় পাসের হার নমনীয় হলেও সামসুল হক খান স্কুল এন্ড কলেজে সে প্রভাব বিন্দুমাত্র পড়েনি।

অগ্রণী স্কুল এন্ড কলেজঃ আজিমপুর কলোনির অগ্রণী স্কুল এন্ড কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৬০ জন। শিক্ষা প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯ দশমিক ০৮ শতাংশ। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রেজাউজ্জামান ভূঁইয়া বলেন, গত বছরের চেয়ে এবার পাসের হার বেশি। পরীক্ষার্থীরা আগের বছরগুলোর চেয়ে ভালো করেছে।

প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.0045120716094971