স্কুলের পাশে প্লাস্টিক কারখানা, উৎকট গন্ধে শিক্ষক, শিক্ষার্থীরা অতিষ্ঠ - দৈনিকশিক্ষা

স্কুলের পাশে প্লাস্টিক কারখানা, উৎকট গন্ধে শিক্ষক, শিক্ষার্থীরা অতিষ্ঠ

গাজীপুর প্রতিনিধি |

গাজীপুর মহানগরের বোর্ডবাজারের গাছা হাইস্কুল ঘেষেই নির্মাণ করা হয়েছে লামিয়া গার্মেন্টস এক্সেসরিস নামের প্লাস্টিক প্যাক তৈরির একটি কারখানা। কারখানায় প্লাস্টিক দানা গলিয়ে প্যাক তৈরির সময় উৎকট ও ঝাঁঝালো গন্ধে ওই স্কুলের ছাত্র, শিক্ষকদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

লামিয়া গার্মেন্টস এক্সেসরিস নামের প্লাস্টিক প্যাক তৈরির কারখানা

গাছা হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ জানান, কারখানায় যখন প্লাস্টিক দানা গলিয়ে প্লাস্টিকের মালামাল তৈরির কাজ শুরু হয়, তখন উৎকট ও ঝাঁঝালো দূর্গন্ধ বের হতে থাকে। এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের অনেকেই তা সহ্য করতে না পেরে বমি করে ও মাথা ঘুরে পড়ে যায়। এতে পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়।

এ ব্যাপারে লামিয়া গার্মেন্টস এক্সেসরিস কারখানার মালিক মো. শহিদুল ইসলাম সিদ্দিক জানান, পরিবেশ ছাড়পত্র, ট্রেড লাইসেন্স নিয়ে সরকারি সকল প্রক্রিয়া মেনেই ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে এ কারখানা চালু করি। আগে কারখানাটি মহনগরীর হায়দরাবাদ এলাকায় ছিল পরে ২০১৭ খ্রিষ্টাব্দে সেখান থেকে এটি গাছা এলাকায় স্থানান্তর করা হয়। এখানে পোশাক কারখানায় ব্যবহারের জন্য পলিপ্যাক এবং গাম টেপসহ গার্মেন্টস এক্সসরিস তৈরি করা হয়। এসব তৈরির সময় ওই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সমস্যা হচ্ছে বলে আমি মনে করি না। কেউ যদি অভিযোগ করে থাকে তা সঠিক নয়। তিনি আরও বলেন, ওই স্কুলের নো-অবজেকশন সনদ নিয়েই পরিবেশ অধিদপ্তর থেকে অনুমতি নিয়েছি। 

প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ জানান, প্লাস্টিক দানা গলিয়ে ওই কারখানায় প্যাকেট তৈরি করা হবে এমন তথ্য গোপন রেখে শুধু গার্মেন্টস  পণ্য তৈরি হবে বলে আমার কাছ থেকে ২০১৬ খ্রিষ্টাব্দে নো-অবজেকশন সনদ নেয়া হলেও ২০১৭ খ্রিষ্টাব্দে কারখানাটি আমাদের স্কুলের পাশে স্থানান্তর করা হয়। কারখানা কর্তৃপক্ষ কথার বরখেলাপ করে সেখানে প্লাস্টিক দানা গলিয়ে পরিবেশ দূষণ করে প্লাস্টিক প্যাকেট তৈরি করছে।

১৮ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান গাছা হাইস্কুলের প্রধান শিক্ষক । 

গাছা স্কুলের ৮ম শ্রেণির ছাত্র মো. শরীফ জানান, কারখানাটিতে প্লাস্টিক প্যাক তৈরির সময় অসহনীয় দূর্গন্ধ বের হয়। তখন আমাদের ক্লাসে বসে থাকতে সমস্যা হয়। দরজা জানালা বন্ধ করে দমবন্ধ অবস্থায় ক্লাস করতে হয়। 

একই স্কুলের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী সুমাইয়া আক্তার (কেবিনেট সদস্য) ও ১০ম শ্রেণির ব্যবসায় শিক্ষার ছাত্রী বর্ণা ইসলাম জানান, দানা গলিয়ে প্লাস্টিক প্যাক তৈরির সময় উৎকট ও ঝাঁঝালো গন্ধে আমাদের শিক্ষার্থীদের শ্বাসকষ্ট, বমি, মাথা ঘোরা, অজ্ঞান হওয়াসহ নানা সমস্যার সৃষ্টি হয়। 

পরিবেশ অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুস সালাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ঘটনার সত্যতা পাওয়া গেলে কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.0075228214263916