স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন কাল - দৈনিকশিক্ষা

স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন কাল

নিজস্ব প্রতিবেদক |

আগামীকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকরা। আগামীকাল প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আতাউর রহমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, চলতি বছর ৬৩ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৭৬ লাখ ৬২ হাজারের বেশি খুঁদে ভোটার এ নির্বাচনে ভোট দেবেন। ৮ লাখ ২৭ হাজারের বেশি প্রার্থী স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে অংশ নিচ্ছে। ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শিশুকাল থেকে গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল হওয়া, অন্যের প্রতি সহিষ্ণুতা বৃদ্ধি, ঝরেপড়া রোধে সহযোগিতার লক্ষ্যে প্রাথমিকেও স্টুডেন্টস কাউন্সিল গঠনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে ২০১০ খ্রিষ্টাব্দে স্টুডেন্টস কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৩ খ্রিষ্টাব্দ থেকে সারাদেশে স্টুডেন্টস কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সে প্রেক্ষিতে ২০২০ খ্রিষ্টাব্দেও স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের আয়োজন করা হচ্ছে।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদকে সিলেট বিভাগের, অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুল মান্নানকে রাজশাহী বিভাগের, পরিচালক মো. নুরুল আমিনকে ঢাকা বিভাগের, পরিচালক মো. হাসান সারওয়ারকে ময়মনসিংহ ও বরিশাল বিভাগের, পরিচালক জোবায়েদুর রহমানকে রংপুর বিভাগের, পরিচালক খালিদ আহমেদকে চট্টগ্রাম বিভাগের ও মো. বদিয়ার রহমানকে ঢাকা বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ২০২০ খ্রিষ্টাব্দের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে। এ কর্মকর্তারা নির্বাচন মনিটর করবেন ও নির্বাচনের বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানাবেন।

রোজায় স্কুল: শিক্ষার্থী উপস্থিতি কম, নজরদারিও ঢিলেঢালা - dainik shiksha রোজায় স্কুল: শিক্ষার্থী উপস্থিতি কম, নজরদারিও ঢিলেঢালা পেনশন প্রজ্ঞাপনে উদ্বিগ্ন ঢাবি উপাচার্য - dainik shiksha পেনশন প্রজ্ঞাপনে উদ্বিগ্ন ঢাবি উপাচার্য শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণা অনুদান করমুক্ত - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণা অনুদান করমুক্ত ব্রাজিলে তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ - dainik shiksha ব্রাজিলে তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শিক্ষা সহায়তা ট্রাস্টের নামে প্রতারণা, সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha শিক্ষা সহায়তা ট্রাস্টের নামে প্রতারণা, সতর্কীকরণ বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিকের সমমান পেলো ‘হেট’ - dainik shiksha উচ্চ মাধ্যমিকের সমমান পেলো ‘হেট’ আটকের ১৩ দিন পরেও বরখাস্ত হননি অধ্যক্ষ - dainik shiksha আটকের ১৩ দিন পরেও বরখাস্ত হননি অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0082879066467285