হলের সিট বণ্টন করছেন ছাত্রলীগ নেত্রী - Dainikshiksha

হলের সিট বণ্টন করছেন ছাত্রলীগ নেত্রী

কুবি প্রতিনিধি |

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র ছাত্রীনিবাস নওয়াব ফয়জুন্নেছা চৌধরাণী হলের আসন বণ্টন নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের আসন নিজের ইচ্ছামতো বণ্টন করছেন বলে অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আইভী রহমানের বিরুদ্ধে। এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন হলের আবাসিক ছাত্রীরা।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে (২৫ জুন) হলের নিচতলায় থাকা ছাত্রীদের কক্ষ ছেড়ে দিয়ে ৫ম তলায় যাওয়ার নির্দেশ দিয়েছেন আইভী রহমান। ওই সকল শিক্ষার্থীর এখন পরীক্ষা চলমান। ‘রাজনীতিক ভীতির’ কারণে কারও কাছে অভিযোগ দিতেও ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রীরা। আবার সিট পরিবর্তন করাও বেশ ঝামেলার কাজ। এ নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছেন ছাত্রীরা।

হল সংশ্লিষ্ট এক সূত্র জানায়, হলটির প্রাধ্যক্ষ জিল্লুর রহমান গত ১ জুন থেকে শিক্ষা ছুটিতে থাকায় নিজের ইচ্ছামতো হলে কর্তৃত্ব চালাচ্ছেন ছাত্রলীগ নেত্রী আইভী।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আইভী রহমান বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে বলেন, ‘হলে ছাত্রলীগের সিট আমি আমার মতো বণ্টন করব। এগুলো আমার সিট, আমার এখতিয়ারেই চলবে। সাধারণ সিট নিয়ে আমার কোনো কথা নাই। ছাত্রলীগ যেহেতু করি, সরকারি দল ক্ষমতায় আছে, সো ছাত্রলীগের এখতিয়ারে হল চলবে।’

এ বিষয়ে হল প্রশাসনের যারা আছেন তাদের কোনো মতামত থাকে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হল প্রশাসনের মতামত নিয়েই আমি সিট বণ্টন করি।’

তবে হল প্রশাসন এ বিষয়ে কিছুই জানে না বললে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘না জানলে না জানুক। আমি ছাত্রলীগ নেত্রী। আমি আমার হলে আমার ইচ্ছেমতো সিট বণ্টন করবো। লিখবেন তো, লিখে দেন।’

এ বিষয়ে হলের হাউজটিউটর মো. সাদেকুজ্জামান জানান, ‘বর্তমানে হলের প্রাধ্যক্ষ নেই এবং ভারপ্রাপ্ত দায়িত্বও কাউকে দেয়া হয়নি। তাই এই বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারব না। তবে হল প্রশাসন ছাড়া কোনো শিক্ষার্থী আসন বণ্টন করতে পারে না। এ ব্যাপারে আমাদের কাছে সরাসরি কোনো অভিযোগ আসেনি। আমি আমার অন্যান্য সহকর্মীদের (হাউজ টিউটর) বিষয়টি জানাবো।

মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি - dainik shiksha মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! - dainik shiksha খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! এইচএসসির ফরম পূরণ শুরু আজ - dainik shiksha এইচএসসির ফরম পূরণ শুরু আজ মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে - dainik shiksha মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা - dainik shiksha মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! - dainik shiksha মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.004317045211792