হার্ভার্ডে ফিরলেন ভিসা বাতিল হওয়া সেই শিক্ষার্থী - দৈনিকশিক্ষা

হার্ভার্ডে ফিরলেন ভিসা বাতিল হওয়া সেই শিক্ষার্থী

দৈনিকশিক্ষা ডেস্ক |

বৃত্তি নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পেয়ে স্বপ্ন ভেঙে যেতে বসেছিল ফিলিস্তিনি তরুণ ইসমাইল আজাউইর।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সময়মত ভর্তি হতে পেরেছেন তিনি। সোমবার তিনি ভর্তি হন বলে জানায় বিবিসি।

লেবাননের বাসিন্দা ১৭ বছরের ইসমাইলকে গত ২৩ ‍অগাস্ট বোস্টন বিমানবন্দরে আটকে দেন অভিবাসন কর্মকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বন্ধুর পোস্টের কারণে তারা বিমানবন্দরে এ তরুণকে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ভিসা বাতলি করে লেবানন পাঠিয়ে দেন।

আরও পড়ুন: বন্ধুর সোশাল মিডিয়া পোস্টের কারণে মার্কিন ভিসা বাতিল

এ বছর জুনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় দেশটিতে ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন একটি নিয়ম সংযোজন করে।

ওই নিয়মে সব আবেদনকারীকে ভিসার জন্য প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের সঙ্গে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ একাউন্টের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

সেখানে সুস্পষ্ট করে বলা হয়েছে,  ভ্রমণকারীদের তাদের সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা নাম ও একাউন্ট সম্পর্কিত তথ্য এবং পাঁচ বছর ধরে ব্যবহার করা সব ইমেইল আইডি ও ফোন নম্বর দিতে হবে।

ওই নিয়মের আওতায় ইসমাইলের ভিসা বাতিল করা হয় বলে ধারণা করা হলেও তখন এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এর মুখপাত্র মাইকেল ম্যাকার্থী। যা নিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ পায়।

পরে ইসমাইলকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া প্রসঙ্গে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) মঙ্গলবার বিবিসিকে জানায়, আজাউই অগ্রহণযোগ্যতার সবগুলো ধাপ পেরিয়ে এসেছেন এবং এফওয়ান ভিসায় তিনি একজন শিক্ষার্থী হিসেবে যু্ক্তরাষ্ট্রে ভার্তি হয়েছেন।

তবে কী কারণে ইসমাইলের ভিসা বাতিল করা হয়েছিল, আবার কী কারণে তাকে ভিসা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হলো সে বিষয়ে এবারও তারা মুখ খোলেনি।

ওদিকে, এক বিবৃতিতে ইসমাইলের পরিবার স্বস্তি প্রকাশ করে বলেছে, “গত ১০ দিন কঠিন পরিস্থিতি ও প্রচণ্ড উৎকণ্ঠার মধ্যে কেটেছে। তবে ওই সময়ে হাজার হাজার মানুষ ম্যাসেজ পাঠিয়ে আমাদের সাহস ও সমর্থন দিয়েছেন, যার জন্য আমরা চিরকৃতজ্ঞ।”

ইসমাইল এখন সবকিছু পেছনে ফেলে তার লেখাপড়া ও কলেজে ক্লাসের দিকে মনযোগী হবে বলেও আশা তার পরিবারের।

হার্ভার্ডের আরেক শিক্ষার্থী হামজাহ রাজা এক টুইটে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ইসমাইলের সঙ্গে ছবি দিয়েছেন।

পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ - dainik shiksha পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী - dainik shiksha ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ - dainik shiksha প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন কলেজ পরিচালনা পর্ষদ থেকে ঘুষে অভিযুক্ত সাংবাদিককে বাদ দেওয়ার দাবি - dainik shiksha কলেজ পরিচালনা পর্ষদ থেকে ঘুষে অভিযুক্ত সাংবাদিককে বাদ দেওয়ার দাবি পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা please click here to view dainikshiksha website Execution time: 0.0070781707763672