হোম কোয়ারেন্টিনে সেই জাবি ছাত্র - দৈনিকশিক্ষা

হোম কোয়ারেন্টিনে সেই জাবি ছাত্র

নাটোর প্রতিনিধি |

হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রকে ১০ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। ওই ছাত্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধীন বক্ষব্যাধি হাসপাতালের করোনা ভাইরাস আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। রোববার (২৯ মার্চ) সকালে ওই ছাত্রকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (এমও) মামুন কবীর।

গতকাল শনিবার রাতে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওই ছাত্রকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিল।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই ছাত্রকে রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের করোনা ভাইরাস আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তাঁকে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (এমও) মামুন কবীর পরীক্ষা করেন। রোগীর সঙ্গে কথা বলে ও উপসর্গ পর্যালোচনা করে তাঁকে ১০ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে বাড়িতে পাঠানো হয়। তবে তাঁর শরীরে করোনাভাইরাস আছে কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়নি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক সাইফুল ফেরদৌস জানান, ওই ছাত্রকে আইসোলেশন ইউনিটের চিকিৎসক মামুন কবীর চিকিৎসা দিয়েছেন। তিনি তাঁকে জানিয়েছেন, উপসর্গ পর্যালোচনায় নমুনা সংগ্রহ করার প্রয়োজন নেই বলে তিনি বুঝতে পেরেছেন। ওই ছাত্রকে প্রথমে প্রাতিষ্ঠানিক কোয়েরেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়েছিল। পরে সংশ্লিষ্ট চিকিৎসক তাঁকে ১০ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে ছাড়পত্র দিয়েছেন।

এ ব্যাপারে চিকিৎসক মামুন কবীর বলেন, ওই ছাত্রের অ্যাজমা সমস্যা রয়েছে। তবে তা করোনা ভাইরাসের উপসর্গ বলে মনে হয়নি। রাজশাহীতে যেহেতু নমুনা পরীক্ষার ব্যবস্থা এখনও চালু হয়নি, তাই তাঁকে ১০ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

আজ দুপুর পৌনে ১২টায় মুঠোফোনে কথা হয় ওই ছাত্রের সঙ্গে। তিনি তখন বাবার সঙ্গে রাজশাহী থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি বলেন, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হননি নিশ্চিত হয়েই চিকিৎসক তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। নমুনা পরীক্ষা না করে কেন বাড়িতে যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ডাক্তার ভাল বোঝেন। তিনি প্রাথমিক পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন, আমি করোনা ভাইরাসে আক্রান্ত নই।’

ওই ছাত্র আরও বলেন, ‘আমাকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহ করে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। আমার অসুস্থতার বিষয়টি আমি বাড়িতে থাকার সময় স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনকে জানিয়েছিলাম। তবুও তাঁরা আমার ব্যাপারে মিথ্যা তথ্য তুলে ধরেছেন বলে আমি মনে করি।’

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0046918392181396