১০ দফা দাবিতে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ - দৈনিকশিক্ষা

১০ দফা দাবিতে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি |

বিএমডিসির নিবন্ধনসহ ১০ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার সকালে আশুলিয়ার মির্জানগরে প্রতিষ্ঠানটির সামনে এমবিবিএস, বিডিএস ও ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়। তারা দুপুর ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন।

শিক্ষার্থীরা জানায়, সরকারি বিধি অনুযায়ী কোনো মেডিকেল কলেজ বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে পারবে না। অথচ গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ বেসরকারি গণবিশ্ববিদ্যালয়ের অধীনে থেকেই অবৈধভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে করে তাদের এমবিবিএস, বিডিএস ও ফিজিওথেরাপি বিভাগের প্রায় সাড়ে ৪০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

শিক্ষার্থীরা আরও জানায়, তারা বিএমডিসির নিবন্ধন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনাসহ ১০ দফা দাবি কর্তৃপক্ষকে জানিয়ে এলেও তারা কর্ণপাত করছে না। তাই বাধ্য হয়ে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের দাবিগুলো মানা না হলে রোববার থেকে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও জানায় শিক্ষার্থীরা।

এমবিবিএস কোর্সের পঞ্চম বর্ষের শিক্ষার্থী জয়দেব বসাক ও ২২তম ব্যাচের তানজিলা আক্তার অভিযোগ করেন, আইন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো মেডিকেল কলেজ শিক্ষা কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থী ভর্তি করতে পারবে না বলে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হলেও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ শিক্ষার্থী ভর্তি করছে। এ ছাড়া তাঁদের মেডিকেল কলেজের লোগো সংবলিত কোনো পরিচয়পত্র না থাকা, পর্যাপ্ত ক্লাস না থাকা ও শিক্ষক সংকটসহ ১০ দফা দাবিতে তাঁরা অনেক দিন ধরেই প্রতিবাদ জানিয়ে আসছেন। কিন্তু প্রশাসন তা আমলে না নিয়ে স্বেচ্ছাচারিতার মাধ্যমে অবৈধভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

এ ব্যাপারে গণবিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু বলেন, ‘বিষয়টির সমাধান কীভাবে করা যায় তা নিয়ে আমরা আলোচনা করছি।’

দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা - dainik shiksha চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? - dainik shiksha স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার - dainik shiksha কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর - dainik shiksha বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0067870616912842