১১ দিনেও গ্রেফতার হয়নি অধ্যক্ষ লাঞ্ছনাকারী ছাত্রলীগ নেতাকর্মীরা - দৈনিকশিক্ষা

১১ দিনেও গ্রেফতার হয়নি অধ্যক্ষ লাঞ্ছনাকারী ছাত্রলীগ নেতাকর্মীরা

রাজশাহী প্রতিনিধি |

ঘটনার ১১ দিনেও অধ্যক্ষ ফরিদউদ্দিনকে টেনে হিঁচড়ে পুকুরে ফেলার মামলার এজাহারভুক্ত আট আসামির কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও অজ্ঞতনামার ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে, মূল আসামিদের গ্রেফতার না হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ ফরিদউদ্দিন।

দৈনিক শিক্ষাডটকমের সাথে আলাপকালে অধ্যক্ষ ফরিদউদ্দিন বলেন, আদো তারা ধরা পড়বে কিনা, না ধরা পড়লে তারা আবার এসে জেকে বসতে পারে। এমন আশঙ্কা থেকে যায়।’ 

তবে, রাজশাহী মহানগর পলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মোট ১৩ আসামিকে কয়েক দফায় গ্রেফতার করা হয়েছে। এজাহারভুক্ত বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে। 

এদিকে, গত শনিবার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ইনস্টিটিউটের মসজিদ থেকে যোহরের নাম শেষে করে অফিসে ফেরার ফিরছিলেন অধ্যক্ষ ফরিদউদ্দিন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা ইনস্টিটিউটের অধ্যয়নরত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী অধ্যক্ষকে পুকুরে ফেলে দেয়। 

সিসিটিভির ফুটেজে দেখা যায় এই ঘটনার নেতৃত্ব দেন রাজশাহী পলিটেকনিকের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম হোসেন সৌরভ। তার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীসহ বেশ কয়েকজন ছাত্র ছিলো। 

অধ্যক্ষ ফরিদউদ্দিন আহম্মেদ দৈনিক শিক্ষাডটকমকে আরও বলেন, ‘নিয়ম বহিরভূত ভাবে তারা সুবিধা চাই।  দরিদ্র তহবিলের টাকা তাদের দিতে হবে। এছাড়া পরীক্ষার হল রুমে তাদের কর্মীদের মোবাইল নিয়ে প্রবেশ করতে দিতে হবে। এসব বিষয়ে প্রতিবাদ করা হয় তাই এ ঘটনা।’ 

আরও পড়ুন: ‘অধ্যক্ষকে পানিতে নিক্ষেপের সঙ্গে জড়িতদের ছাড় নেই’

রাজশাহী পলিটেকনিকের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘ছাত্রলীগ কখনো কোন সস্ত্রাসীদের প্রশ্রয় দেয়নি। কখনো দেবে না। যে অন্যায় করবে তার বিচার হবেই।’

তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা সবাই পলাতক রয়েছে। নিজ বাসা বাড়িতেও নেই তারা। সহ-সম্পাদক মারুফের মা শাবানা ইয়াসমিন দৈনিক শিক্ষাডটকমকে  বলেন, ‘বাপ (বাবা) সমতুল্য মানুষ। এগুলো করবে কেনো। আর আপরাধ করলে শাস্তিতে পেতেই হবে।’

প্রসঙ্গত, রাজশাহী পলিটেকনিকে অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনার পরে উঠে আসতে শুরু করে ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ। বের হয়ে আসে ইনস্টিটিউটের ১১১৯ নম্বর কক্ষকে ছাত্রলীগ বানিয়েছিল ‘টর্চার সেল’। ওই কক্ষ থেকে রড, লাঠি ও লোহার পাইপ উদ্ধার করে পুলিশ। এছাড়া ঘটনার পরে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি ইতো মধ্যে তদন্ত প্রতিবেদনও জমা দিয়েছে। 

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0040378570556641