৩ নম্বর পেলেই ভর্তির সুযোগ! - Dainikshiksha

ইসলামী বিশ্ববিদ্যালয়৩ নম্বর পেলেই ভর্তির সুযোগ!

ইবি প্রতিনিধি |

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৩ নম্বর পেলেই মিলবে ভর্তির সুযোগ। শুনতে অবাক লাগলেও এবার তাই ঘটেছে বিশ্ববিদ্যালয়টির মানবিক অনুষদের 'বি' ইউনিটে। চমকের নামে সদ্য চালুকৃত লিখিত পদ্ধতির পরীক্ষায় ব্যাপক ফল বিপর্যয় ঘটার ফলে পাসের শর্ত শিথিল করতে বাধ্য হয়েছে প্রশাসন। বৃহস্পতিবার 'বি' ইউনিটের ফল প্রকাশের পর এসব তথ্য জানা যায়।

ইউনিট সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টায় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'বি' ইউনিটের ফল প্রকাশ হয়। ১ হাজার ৩৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৮১১ জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেয়। এতে সর্বমোট ৩ হাজার ৮১০ জন পাস করেছে। পাসের হার দাঁড়িয়েছে মাত্র ২০.২৫ শতাংশে।

ফল বিপর্যয়ের কারণ হিসেবে শিক্ষার্থীরা নতুন পদ্ধতি ও অতিরিক্ত জটিল প্রশ্নকে দায়ী করছে। এ বছর থেকে ৮০ নম্বরের মধ্যে ২০ নম্বরের লিখিত পরীক্ষা পদ্ধতি চালু করে প্রশাসন। এর মাধ্যমে নতুন চমক দেয়া হবে বলে দাবি করা হয়েছিল। কিন্তু দিনশেষে নতুন এ পদ্ধতি হিতে বিপরীত হয়ে দাঁড়ায়।

বর্ণানামূলক, একাধিক উত্তর আর অপ্রাসঙ্গিক প্রশ্নে পাশ মার্ক তুলতে পারেনি পরীক্ষার্থীরা। এতে ফল প্রকাশের আগেই পরীক্ষকরা তাদের প্রতিবেদন জমা দিলে বুধবার জরুরি সভায় বসে প্রশাসন। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ওই সভায় পাশের শর্ত শিথিল করতে বাধ্য হয় তারা। শর্ত কমিয়ে লিখিত অংশে ৭ এর পরিবর্তে ৩-এ নামানো হয়েছে। এমসিকিউ অংশে ৪০ থেকে কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এতে লিখিত অংশে ৩ এবং এমসিকিউ অংশে ১৮ নম্বরপ্রাপ্তদের পাস দেখিয়েছে সংশ্লিষ্ট ইউনিট।

তবে শুধু লিখিত পরীক্ষায় বেশি নম্বর প্রাপ্তদের মেধাক্রম সাজানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভর্তিচ্ছুরা। প্রশ্নকর্তাদের যোগ্যতা, প্রশ্নের মান, ফল বিপর্যয় এবং পাশের শর্ত নিয়ে সর্বমহলে গুঞ্জণ শুরু হয়েছে।

এ ব্যাপারে ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. সাইদুর রহমান বলেন, ‘প্রাথমিক শর্তে আসন পূর্ণ না হবার আশঙ্কায় আমরা শর্ত শিথিলের জন্য আবেদন করি। এতে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটিতে লিখিত অংশে কমপক্ষে ৩ এবং এমসিকিউ অংশে ১৮ নম্বর পাবার শর্ত জুড়ে দেয়া হয়েছে।’ 

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0042469501495361