৫ মাস জলাবদ্ধ থাকে খুকনী স্কুলের মাঠ - দৈনিকশিক্ষা

৫ মাস জলাবদ্ধ থাকে খুকনী স্কুলের মাঠ

সিরাজগঞ্জ প্রতিনিধি |

সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠটি ৫২ বছরেও ভরাটের উদ্যোগ না নেওয়ায় পানিতে নিমজ্জিত থাকছে বছরের পাঁচ মাস। আশপাশের কয়েকটি স্কুলের প্রাত্যহিক সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম, খেলাধুলা, শরীরচর্চাও বিঘ্নিত হচ্ছে।

জানা গেছে, ১৯৬৮ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর সুবিশাল মাঠ নিয়ে খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বর্তমানে স্কুলটিতে ১ হাজার ৮৭০ ছাত্রছাত্রী পাঠদান করছে। স্কুলের ভবনগুলোর চেয়ে অন্তত সাত ফুট নিচে মাঠটির অবস্থান হওয়ায় বছরের প্রায় পাঁচ মাসই বন্যার পানিতে নিমজ্জিত থাকে।

এ ব্যাপারে খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির রাসেল, আফরিন, লাবণী, ৮ম শ্রেণির ইয়াসমিন, আলামিন, সামীমা খাতুন জানায়, তাঁদের একমাত্র হাইস্কুল মাঠে জুলাই মাসে পানি এসে তা অক্টোবর পর্যন্ত অবস্থান করে। আর কাদা শুকাতে আরো ১৫/২০ দিন লেগে যায়।

প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আলহাজ শফিকুল ইসলাম, গ্রামের প্রবীণ সমাজসেবক আলহাজ এবাদুর রহমান, অভিভাবক সদস্য আজিজল হক বলেন, ‘মাঠটি পানিতে নিমজ্জিত থাকায় শুধু আমাদের স্কুল-কলেজের ছাত্রছাত্রীরই সমস্যা হচ্ছে না, ইউনিয়ন পরিষদে যাতায়াতেও প্রতিদিন অসংখ্য মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

খুকনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ অনিক আহমেদ ফিরোজ এবং প্রধানশিক্ষক আব্দুস সালাম খান বলেন, ‘কয়েকটি স্কুলের এ মাঠ, সভা-সমাবেশ, তাঁতশিল্পসমৃদ্ধ এলাকার বিনোদনের জন্য ব্যবহূত হয়ে আসছে। পরিষদের যাতায়াতেও ভরসা মাঠটি। তবে দীর্ঘ দিন জলমগ্ন থাকা নিয়ে আমাদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত।’

এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ শামচুল হুদা বলেন, ‘আমি স্কুলটি পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে অবহিত করব। যাতে মাঠটি ভরাটের মাধ্যমে দীর্ঘ দিনের দুর্দশা দূর হয়।’

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0032880306243896