৫০০ দক্ষ চালক নেবে বিআরটিসি - Dainikshiksha

৫০০ দক্ষ চালক নেবে বিআরটিসি

নিজস্ব প্রতিবেদক |

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) দক্ষ বাস ও ট্রাকচালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৫০০ জন দক্ষ চালককে নিয়োগ প্রদান করবে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

চালক পদে আবেদন করতে হলে প্রার্থীকে অষ্টম শ্রেণি বা সমমানের পাস হতে হবে। বয়স ১ সেপ্টেম্বর ২০১৮ খ্রিস্টাব্দে অনূর্ধ্ব ৩২ বছর হওয়া বাঞ্ছনীয়। আবেদনকারীর অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি চালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরিযান বিধি ও মহাসড়ক সম্পর্কে সম্যক জ্ঞান থাকা আবশ্যক। যানবাহনের মেরামত, নিয়মমাফিক রক্ষণাবেক্ষণ ও খুচরা যন্ত্রাংশ সম্পর্কেও প্রাথমিক ধারণা থাকতে হবে। আর নিয়োগ পাওয়ার পর প্রার্থীকে বাধ্যতামূলক চাকরি করতে হবে ১০ বছর।

সাদা কাগজে হাতে লিখে কিংবা কম্পিউটার কম্পোজ করে আবেদন করা যাবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, বাবার নাম, মায়ের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা (মুঠোফোন নম্বর উল্লেখ থাকতে হবে), জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের নম্বর এবং অভিজ্ঞতা উল্লেখ করতে হবে। আবেদনের সঙ্গে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, ড্রাইভিং লাইসেন্সের দুই কপি ফটোকপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌর মেয়র বা সিটি করপোরেশনের কাউন্সিলরের দেওয়া চারিত্রিক সনদ ও নাগরিকত্ব সনদ যুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া সনদ ও কাগজপত্র জমা দিতে হবে। সব সনদের ফটোকপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করা বাধ্যতামূলক। এ ছাড়া ‘চেয়ারম্যান বিআরটিসি, পরিবহন ভবন, ২১ রাজউক অ্যাভিনিউ, ঢাকা-১০০০’ বরাবর যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে ১০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার যুক্ত করতে হবে। ডাক বা কুরিয়ারযোগে আবেদন পাঠানোর ঠিকানা: পরিচালক (প্রশাসন ও অপারেশন), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), পরিবহন ভবন, ২১ রাজউক অ্যাভিনিউ, ঢাকা-১০০০। খামের ওপর পদের নাম, জেলার নাম এবং কোটা থাকলে তা উল্লেখ করতে হবে।

বিআরটিসি সূত্রে জানা গেছে লিখিত, ড্রাইভিং টেস্ট, মৌখিক পরীক্ষা ও কালার ভিশন পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হয়। মোট ১০০ নম্বরের পরীক্ষায় প্রথমেই নেওয়া হয় কালার ভিশন টেস্ট। উত্তীর্ণ হলে একই দিনে নেওয়া হবে ৪০ নম্বরের লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় অষ্টম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান ও গাড়ি চালানের প্রাথমিক নিয়ম ও বিধিমালা থেকে প্রশ্ন করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। এ ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীদের রোড টেস্ট, এল টেস্ট ও র‌্যাম্প টেস্টের মুখোমুখি হতে হয়। সব শেষ নেওয়া হয় ১০ নম্বরের ভাইভা। সব পরীক্ষায় উত্তীর্ণদের পাঠানো হবে ১৫ দিনের প্রশিক্ষণে। সফলভাবে প্রশিক্ষণ শেষ করতে পারলেই দেওয়া হবে নিয়োগপত্র।

নিয়োগপ্রাপ্ত একজন বাস ও ট্রাকচালক জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬তম গ্রেডে ৯৩০০-২২৪৯০ টাকা স্কেলে বেতন পাবেন। এ ছাড়া চাকরির বিধি অনুসারে সরকারি অন্য সব সুবিধাও থাকছে।

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0059170722961426