৬ দিনে মেডিকেলে ৫৮ সহস্রাধিক আবেদন - দৈনিকশিক্ষা

৬ দিনে মেডিকেলে ৫৮ সহস্রাধিক আবেদন

নিজস্ব প্রতিবেদক |

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ভর্তিযুদ্ধে গত বছরের চেয়ে বেশিসংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ধারণা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে সারাদেশের ১৯টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন পদার্থবিদ্যা ২০, রসায়নবিদ্যা ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ ও বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান ১০ নম্বর থাকবে। গত ২৭ আগস্ট দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গত ছয়দিনে (আজ বেলা ১১ টা পর্যন্ত) অনলাইনে ৫৮ হাজার ৫১৮ ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদনপত্র জমা পড়েছে। গত বছরের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৬৫ হাজার ৯১৯।

ঢাকার চারটি সরকারি মেডিকেল কলেজের মধ্যে ঢাকা মেডিকেল কলেজে ৯ হাজার ৯৯৯, মুগদা মেডিকেল কলেজে ৫ হাজার, সোহরাওয়ার্দীতে ৮ হাজার ও ঢাকা ডেন্টাল কলেজে ৬ হাজারের নির্ধারিত কোটার শিক্ষার্থী আবেদন করতে পারবে। এ চারটিতেই নির্ধারিত কোটায় আবেদন শেষ হয়েছে। রাজধানী ঢাকায় শুধু স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নির্ধারিত ৮ হাজারের কোটা পূরণ হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই কর্মকর্তা জানান, সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, গত বছরের চেয়ে চলতি বছর বেশিসংখ্যক শিক্ষার্থী পাস করেছে। সেই হিসাবে চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষার অংশগ্রহণকারীর সংখ্যা গত বছরের চেয়ে বেশি হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি ৩৬টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৬৮টি। তন্মধ্যে ৩ হাজার ৯৬৬টি সাধারণ আসন, ৮২টি মুক্তিযোদ্ধা কোটা ও ২০টি উপজাতি কোটা। এছাড়া বেসরকারি ৬৯টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ২৩১। এছাড়া সার্ক ও নন সার্কভুক্ত দেশসমূহের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ১ হাজার ৭৮৩।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, প্রতি বছরের মতো এবারও এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে অধিদপ্তর।

তিনি জানান, ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ রয়েছে। ১৫ নভেম্বর পর্যন্ত তা বলবৎ থাকবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে কোচিং সেন্টারগুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।

নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0035889148712158