‘পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করেন ওসি আবুল বাসার’ - দৈনিকশিক্ষা

‘পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করেন ওসি আবুল বাসার’

বরগুনা প্রতিনিধি |

বরগুনার আমতলী থানায় পুলিশি হেফাজতে সানু হাওলাদারের (৫৫) রহস্যজনক মৃত্যুর ঘটনার আসল রহস্য সামনে এনেছে নিহতের স্বজনরা। মঙ্গলবার (৩১ মার্চ) মঙ্গলবার বরগুনা প্রেসক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে স্বজনরা দাবি করেন, আসামির কক্ষে পিটিয়ে সানু হাওলাদারকে খুন করেন দুই ওসি ও তার সহযোগীরা। আর এই হত্যাকাণ্ডের নেপথ্যে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বের দুটি হত্যাকাণ্ডের রেশ জড়িত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নিহতের ছেলে মো. নাসির উদ্দিন শাওন। তিনি দাবি করে বলেন, ‘সানু হাওলাদারের বোনের সাথে চাচাদের জমি সংক্রান্ত পরিবারিক কলহ চলে আসছিল। তারই সূত্র ধরে ১৯৭৪ খ্রিষ্টাব্দে তাদের দাদা হযরত আলী ও ২০০৩ খ্রিষ্টাব্দে তাদের ফুপু আলেয়া বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। সেই দুটি মামলাও বর্তমানে তদন্তনাধীন। মামলা তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।’

‘সম্প্রতি সেই চাচাদের সাথে বিরোধে জড়ায় সানু হাওলাদার। তার চাচারা আমতলী থানা পুলিশকে ম্যানেজ করে পরিকল্পতিভাবে থানায় আটকে তার পিতাকে হত্যা করান।’

আরও পড়ুন : থানা হেফাজতে আসামির মৃত্যু : ওসির বিরুদ্ধে অভিযোগ দায়ের আইনজীবীর

থানায় আসামির মৃত্যু, সেই ওসি প্রত্যাহার

ওসির রুমে আসামির মৃত্যু : হত্যা না আত্মহত্যা?

নিহতের পুত্র নাসির উদ্দিন শাওন বলেন, ‘আমতলীর ওসি আবুল বাশার ২৩ মার্চ রাত সাড়ে ১০টায় সানু হাওলাদারকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। বাড়ি থেকে আনার সময়ই মারতে মারতে গাড়িতে তোলেন। থানায় নেয়ার পরে ৩ লাখ টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে মেরে পঙ্গু করে দেয়া হবে বলে আমাদের সবার সামনেই হুমকি দেন।’

‘ওসি আবুল বাশার প্রকাশ্যে বলেন, যদি ঘুষ না দেই তাহলে সে আমার বাবাকে খুন , ডাকাতি, মাদক, অস্ত্র মামলায় ফাঁসিয়ে দিবে। ভয়ে আমরা ধার করে ১০ হাজার টাকা নিয়ে ওই রাতেই ওসি আবুল বাশারের কাছে দিয়া আসি। কিন্তু তার চাহিদা ৩ লাখ টাকা না পাওয়ায় প্রথমে ওসি আবুল বাশারের কক্ষে, পরে ওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রীর কক্ষে নির্মম নির্যাতন করেন।’

‘নির্যাতন করতে করতে আমার বাবার মৃত্যু নিশ্চিত করেন। শেষে গল্প সাজানোর জন্য ওসি তদন্তের কক্ষে আমার বাবাকে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে। আমার বাবাকে থানায় নেয়ার পর দুই দিন অনেক চেষ্টা করেছি তার সাথে দেখা করেত। কিন্তু পুলিশ থানায়ই ঢুকতেই দেয়নি। তারা পরিকল্পিতভাবে আমার বাবাকে খুন করেছে।’

নাসির উদ্দিন শাওন দাবি করেন, ‘আমাদের প্রতিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ খেয়ে আমার বাবাকে দুই ওসি মিলে খুন করেছে। যার প্রমান, যখন আব্বাকে হাসপাতালে নেয়া হয় তখন ডাক্তার জানিয়েছেন আমার আব্বার শরীরে নির্যাতনের অসংখ্য দাগ রয়েছে।’

সংবাদ সম্মেলনে সানু হত্যার বিচার দাবি করেন নিহতের স্বজনরা। এ সময় আরও উপস্থিত ছিলেন নিহতের পুত্র মো. সাকিবুল ইসবলা, মো. সিফাত ও তার স্ত্রী ঝর্না বেগম।

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0045750141143799