পূজামণ্ডপের নিরাপত্তায় থাকা পুলিশ-আনসারদের খাওয়াচ্ছে মাদরাসা কর্তৃপক্ষ - দৈনিকশিক্ষা

পূজামণ্ডপের নিরাপত্তায় থাকা পুলিশ-আনসারদের খাওয়াচ্ছে মাদরাসা কর্তৃপক্ষ

খাগড়াছড়ি প্রতিনিধি |

খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী এলাকায় রাস্তার একদিকে নারায়ণ মন্দির, উল্টো দিকে বোয়ালখালী ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা। দুর্গাপূজা আর রাস উৎসব—নারায়ণ মন্দিরের অন্যতম বড় দুটি আয়োজন। স্বাভাবিকভাবেই এসব উৎসবে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকেন। আর এ সময় তাঁদের তিনবেলা খাওয়াদাওয়ার দায়িত্ব নেয় মাদরাসা কর্তৃপক্ষ। 

মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে ১৯২৯ সালে। এর প্রায় ৭০ বছর পর মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। এরপর ২০০০ সাল থেকে এই রীতি চালু করেছে বোয়ালখালী ইসলামিয়া মাদরাসা। ২১ বছর ধরে সম্প্রীতির অনন্য এ দৃষ্টান্ত ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। এ বছরও সেটির ব্যতিক্রম হয়নি।

এবারের দুর্গাপূজায় ওই মন্দিরে আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে না থাকলেও সেখানে দায়িত্বরত আছেন পাঁচ পুলিশ সদস্য। গত সোমবার রাত থেকে তাঁদের তিন বেলা খাওয়াচ্ছে মাদরাসা কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে নারায়ণ মন্দিরে গিয়ে দেখা যায়, সনাতন ধর্মাবলম্বীরা পূজা-অর্চনায় ব্যস্ত। সেখানে দায়িত্ব পালন করছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. খলিলুর রহমান। তিনি বলেন, ‘সোমবার বিকেল থেকে আমরা পাঁচ পুলিশ সদস্য মন্দিরের নিরাপত্তার দায়িত্ব পালন করছি। ওই দিন রাত থেকে বোয়ালখালী ইসলামিয়া মাদরাসা কর্তৃপক্ষ আমাদের তিনবেলা খাবারের ব্যবস্থা করেছেন। আমি ২০-২১ বছর ধরে চাকরি করছি। দীর্ঘ এই চাকরিজীবনে এমন সম্প্রীতির নজির আর কোথাও দেখিনি। দায়িত্ব পালন করছি মন্দিরে আর খাবার খাচ্ছি মাদরাসায়। নিজের কাছেও ব্যাপারটি অনেক ভালো লাগছে।’ 

মাদরাসার পরিচালক আবদুল্লাহ মেহেরী বলেন, বোয়ালখালী এলাকায় সব সম্প্রদায়ের মানুষ ভ্রাতৃত্বের বন্ধন ধরে রেখে বসবাস করছে। মাদরাসা প্রতিষ্ঠার বছর দুয়েক পর থেকেই মন্দিরের বিভিন্ন পূজায় দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তিনবেলা খাওয়ানোর রীতি ধরে রাখা হয়েছে। এ ছাড়া মাদরাসার বার্ষিক মাহফিলেও স্থানীয় সব সম্প্রদায়ের লোকজনকে একবেলা দাওয়াত করে খাওয়ানো হয়।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি মৃদুল কান্তি সেন বলেন, ‘মন্দির ও মাদরাসার অবস্থান পাশাপাশি। তবে আমাদের মধ্যে কোনো দিন ভুল–বোঝাবুঝি হয়নি। আবার স্থানীয় সব সম্প্রদায়ের আর্থিক ও বিভিন্ন ধরনের সহযোগিতায় আমরা রাস উৎসবও পালন করি।’

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0063469409942627