২-০ গোলে হেরে গেলো বাংলাদেশ - দৈনিকশিক্ষা

২-০ গোলে হেরে গেলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক |

২০২২ বিশ্বকাপ আর ২০২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াইয়ে আজ কাতারের দোহায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আর ভারত। জসিম বিন হামাদ স্টেডিয়ামে শুরু হওয়া 'ই' গ্রুপের ম্যাচটিতে বাংলাদেশ ২-০ ব্যবধানে হেরে গেছে। দুটি গোলই করেছেন ভারত অধিনায়ক সুনিল ছেত্রী। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষের দিকে একটি এবং যোগ করা সময়ে আরেকটি গোল পায় ভারত। প্রথম লেগে কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে দুই দল ১-১ ড্র করেছিল।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

বাংলাদেশ সময় রাত ৮টায় দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামে জামাল ভূঁইয়ারা। বেশ কয়েকবার ভারতীয় রক্ষণে কাঁপন ধরায় বাংলাদেশ। ম্যাচের ৯ মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো ফাঁকায় দাড়িয়েও টোকা দিতে ব্যর্থ হন তারিক কাজী। ম্যাচের ১৫ মিনিটে গোলরক্ষককে একাপেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি ভারতের মানবির সিং।৩৩ মিনিটে মাসুক মিয়া জনিকে উঠিয়ে ইব্রাহিমকে মাঠে নামান জেমি ডে। 

পরের মিনিটে কর্নার থেকে চিংলেনসানা সিংয়ের হেড একেবারে গোল লাইন থেকে সেভ করেন গোলকিপার রিয়াদুল হাসান রাফি। ম্যাচের ৩১ মিনিট পর্যন্ত বেশ দাপটের সঙ্গেই খেলেছে ভারত। ওই সময় পর্যন্ত ৭৫ ভাগ বল পজিশনে ভারত। মাত্র ২৫ ভাগ দখলে ছিল বাংলাদেশের ফুটবলারদের পায়ে। প্রথমার্ধের শেষ পাঁচ মিনিট বেশ কয়েকবার আক্রমণে ওঠে ভারতীয় ফরোয়ার্ডরা। তবে বাংলাদেশের কড়া ডিফেন্সের কারণে সুবিধা করতে পারেনি।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

বিরতির পরেও দুই দল সমানে সমানে লড়ছিল। কেউ কারও জালে বল পাঠাতে পারছিল না। অবশেষে ম্যাচের শেষদিকে আসে সেই ক্ষণ। ৭৯তম মিনিটে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী স্কোরলাইন ১-০ করেন। এরপর ৮০তম মিনিটে হলুদ কার্ড দেখেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও সুনিল ছেত্রীর গোল! দুর্দান্ত শটে ভারত অধিনায়ক বাংলাদেশি ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে দেন। স্কোরলাইন হয়ে যায় ২-০। এই জয়ে ভারতের ২০২৩ সালের এশিয়ান কাপের মূলপর্বে সরাসরি খেলার পথ প্রশস্ত হলো।

উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও ‘বিশ্ব বই দিবস’ - dainik shiksha স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও ‘বিশ্ব বই দিবস’ শিক্ষার মান পতনে ডক্টরেট লেখা বন্ধ জার্মান পাসপোর্টে - dainik shiksha শিক্ষার মান পতনে ডক্টরেট লেখা বন্ধ জার্মান পাসপোর্টে please click here to view dainikshiksha website Execution time: 0.0064268112182617