অবৈধ প্রতিষ্ঠানের ভুয়া পিএইচডি ডিগ্রির অনুমোদন! - দৈনিকশিক্ষা

অবৈধ প্রতিষ্ঠানের ভুয়া পিএইচডি ডিগ্রির অনুমোদন!

দৈনিকশিক্ষা ডেস্ক |

ভুয়া ডক্টরেট ডিগ্রি বিক্রির দায়ে অভিযুক্ত অবৈধ ও অনুমোদনহীন এক বেসরকারি প্রতিষ্ঠানের ভুয়া ‘পিএইচডি’ ডিগ্রির অনুমোদন দিয়ে এবার শোরগোল ফেলে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়! বিদেশী বিশ্ববিদ্যালয়ের শাখা নামধারী এ অবৈধ প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি নেয়া হলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) যাচাই বাছাই ছাড়াই অস্বচ্ছ প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের একটি চক্র রীতিমতো কৌশলে সনদের বৈধতা দিয়ে আদেশ জারি করেছে। বিতর্কিত ওই প্রতিষ্ঠানের নাম এ্যামেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ইউএসএ (বাংলাদেশ স্টাডি সেন্টার) বাংলাদেশ।

শিক্ষা মন্ত্রালয়ের বিতর্কিত আদেশে পিএইচডি ডিগ্রির বৈধতা পাওয়া সৌভাগ্যবান কর্মকর্তা হচ্ছেন বিসিএসআইআরের চিফ সায়েন্টিফিক অফিস মালা খান। এদিকে আদেশের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে শিক্ষা প্রশাসনে। উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, অ্যামেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ইউএসএ (বাংলাদেশ স্টাডি সেন্টার) বাংলাদেশের পিএইচডি ডিগ্রি সম্পূর্ণ অবৈধ। কোন সুযোগ নেই কোন বেসরকারি প্রতিষ্ঠানের পিএইচডি দেয়ার। ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সনদের বিষয়ে কোন তথ্য পেলেই আমরা ব্যবস্থা নিচ্ছি। কয়েকদিন আগেও কয়েকজনের সনদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়েছে। কোন বৈধতা নেই বেসরকারি কোন বিশ্ববিদ্যালয়, বিদেশী স্টাডি সেন্টারসহ কোন বেসরকারি প্রতিষ্ঠানের পিএইচডি ডিগ্রির। তাহলে কিভাবে মন্ত্রণালয় বৈধতা দিচ্ছে? এমন প্রশ্নে উদ্বেগ প্রকাশ করে চেয়ারম্যান বলেন, এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া জরুরী। এসব কাজে কিছু আমলারা আছেন। এভাবে ডক্টরেট নিয়ে তারা প্রমোশন নেন।

জানা গেছে, দেশের আইন অনুসারে কোন বেসরকারি প্রতিষ্ঠানের ডক্টরেট ডিগ্রি দেয়া বৈধ নয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে কোন বেসরকারি প্রতিষ্ঠানের ডক্টরেট ডিগ্রির সুযোগ নেই। তার পরেও গত কয়েক বছর বিদেশী বিশ্ববিদ্যালয়ের শাখা বা স্টাডি সেন্টার নাম দিয়ে কয়েকশত ব্যক্তিকে টাকার বিনিময়ে সনদ দেয়ার প্রমাণ মিলেছে বিভিন্ন সময়। সবচেয়ে বেশি অভিযোগ মেলে এ্যামেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ইউএসএ বাংলাদেশ স্টাডি সেন্টারের বিরুদ্ধে। সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ বেশ কয়েকজনের সনদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এ প্রতিষ্ঠানের বিষয়ে ইউজিসির এক আদেশে বলা আছে, এ্যামেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ইউএসএ বাংলাদেশ স্টাডি সেন্টার শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসির অনুমোদিত কোন প্রতিষ্ঠান নয়। কাজেই উক্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রির গ্রহণযোগ্যতা নেই। সরকার কর্তৃক এযাবত কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পিএইচডি ডিগ্রি প্রদান অনুমোদন দেয়া হয়নি। কাজেই অননুমোদিত প্রতিষ্ঠানের কোন সনদের যাচাইও অপ্রয়োজনীয়।

জানা গেছে, বেআইনি বলেই দেশের আরও কয়েকশত ভুয়া ডক্টরেট ডিগ্রির মতো বিসিএসআইআরের চীফ সাইন্টিফিক অফিস মালা খানের সনদও অবৈধ বলে আদেশ দেয়া হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে তার মতো সকলে সনদই ছিল বেআইনি। যখনই কারও সনদের তথ্য মিলছে ইউজিসির মতামত নিয়ে অবৈধ বলে আদেশ দেয়া হচ্ছে। কিন্তু এবার শিক্ষা মন্ত্রণালয়ের এক তুঘলকি আদেশে ২০১৫ সালে মালা খানের সনদ অবৈধ বলে যে আদেশ দেয়া হয়েছিল সেই আদেশই বাতিল করা হয়েছে। এজন্য ইউজিসির কাছে কোন তথ্য চাওয়া হয়নি।

ওই আদেশ বাতিলের ফলে ওই প্রতিষ্ঠানের ভুয়া সনদের যেমন বৈধতা দেয়া হলো তেমনি বৈধতা পেল মালা খানের সনদের। কিভাবে হলো এ আদেশ? যার স্বাক্ষরে আদেশ সেই কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব জিন্নাত রেহানা দাবি করেন, ওই প্রতিষ্ঠানতো কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় নয়। আইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট অবৈধ। কিন্তু এটাতো তা নয়। এরপর ইউজিসির আদেশে সুনির্দিষ্ট করে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান’ বলা হয়েছে উল্লেখ করলে এ কর্মকর্তা বলেন, এটা উর্ধতন কর্র্র্তৃপক্ষের আদেশে হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষ কে? এমন প্রশ্নে তিনি বলেন, এ ফাইল মন্ত্রী স্যার পর্যন্ত অনুমোদন পেয়েছে। এক প্রশ্নে এ কর্মকর্তা বলেন, না ইউজিসির কোন মতামত নেয়া হয়নি।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এই আদেশের পেছনে লাখ লাখ টাকা অবৈধ লেনদেনের অভিযোগ করেছেন। এই চক্রে প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলমগীরের যোগসাজশের অভিযোগ উঠেছে। কারণ এই সনদের বৈধতা পেলে কোটি কোটি টাকার সনদ বাণিজ্য করবে ওই প্রতিষ্ঠান। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ফাইল ওপরের নির্দেশে আমি ওকে করেছি। ওপরের কে? উত্তরে তিনি বলেন, আমাকে দিয়েছে আমার ম্যাডাম। তাকে আদেশ দিয়েছে তার বস। তাকে দিয়েছে তার বস।

এদিকে ইউজিসির উপ-পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) জেসনিন পারভীন বলেছেন, নাম এ্যামেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ইউএসএ (বাংলাদেশ স্টাডি সেন্টার) এর ডক্টরেট ডিগ্রি সম্পূর্র্ণ অবৈধ। কোন সুযোগ নেই সনদের বৈধতা দেয়ার।

সূত্র: দৈনিক জনকণ্ঠ

দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা - dainik shiksha চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? - dainik shiksha স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার - dainik shiksha কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর - dainik shiksha বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0033740997314453