১১ জুন হচ্ছে না ডেন্টাল ভর্তি পরীক্ষা - দৈনিকশিক্ষা

১১ জুন হচ্ছে না ডেন্টাল ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক |

দেশে চলমান করোনা পরিস্থিতির কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। ফলে আগামী ১১ জুন বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। স্থগিত হওয়া পরীক্ষা জুনের শেষ দিকে নেয়া হতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।

তিনি বলেন, রাজশাহীসহ সীমান্তবর্তী কয়েকটি জেলায় নতুন করে লকডাউন দেয়া হয়েছে। এই জেলাগুলোতে আমাদের অনেক পরীক্ষার্থী রয়েছে। তাদের কথা বিবেচনা করে পরীক্ষা পেছানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১১ জুন ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

বৈঠক সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ জুন ডেন্টালের ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি। করোনা পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখে পরীক্ষার নতুন তারিখেত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। আগামী সপ্তাহে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হতে পারে বলে জানা গেছে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

তথ্যমতে এবার ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসনপ্রতি ৯৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দিতা করবেন। ৫৪৫টি আসনের বিপরীতে এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৫৩ হাজার ৪ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর ঠিক একদিন পরই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় এক লাখ ১৬ হাজার ৭৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0031840801239014