অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ - দৈনিকশিক্ষা

অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি |

রাজশাহীর মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ জহুরুল আলম রিপনের বিরুদ্ধে এক নারী শিক্ষককে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার বিচার চেয়ে গত রোববার (২৪ মার্চ) কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন ওই নারী শিক্ষক।

জহুরুল আলম রিপন

অভিযোগপত্রে বলা হয়, ২০১৫ খ্রিষ্টাব্দের ৫ এপ্রিল ধর্ষণচেষ্টার অভিযোগ সামনে আসায় ওই নারী শিক্ষককে চাকরিচ্যুত করেন অধ্যক্ষ। তাই চাকরিতে পুনর্বহালের আবেদন করেন তিনি। ওই নারী শিক্ষকের অভিযোগ, অধ্যক্ষ কেবল তারই নয়, আরো অনেক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন। তিনি তার শাস্তি দাবি করেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, ২০১৫ খ্রিষ্টাব্দের ৫ এপ্রিল অধ্যক্ষ তার নিজ বাড়িতে তাকে ল্যাপটপ আনতে পাঠান। সরল বিশ্বাসে গিয়ে দেখেন, বাড়ির সদর দরজায় তালা দেয়া। ওই সময় অধ্যক্ষকে পেছনে দাঁড়ানো দেখেন তিনি। এ সময় কৌশলে অধ্যক্ষ তাকে তার ঘরে নিয়ে যান। পরে তাকে কুপ্রস্তাব দেন। নানা প্রলোভনও দেন। কিন্তু তাতে রাজি হননি তিনি। এ সময় তিনি ধর্ষণেরচেষ্টা করেন। তবে সেখান থেকে পালিয়ে আসেন তিনি।

ঘটনার কিছুদিন পর অধ্যক্ষ তাকে কলেজে ডেকে উল্টো প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। একই সাথে কলেজে একটি কম্পিউটার প্রদানের শর্ত দেন। কিন্তু কোনো শর্তই তিনি মানতে রাজি হননি। শেষ পর্যন্ত তাকে জোর করে পদত্যাগপত্রে সই করিয়ে নেন অধ্যক্ষ।

এর আগে, ২০১৮ খ্রিষ্টাব্দের ৪ ফেব্রুয়ারি নিজ অফিস কক্ষেই এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা করে অধ্যক্ষ রিপন। পরদিন থেকেই শাস্তির দাবিতে বিক্ষোভে নামে এলাকাবাসী। ওই ছাত্রীসহ আরও দুই ছাত্রী এবং এক নারী শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন। ৮ মার্চ অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করে ওই প্রতিষ্ঠানেরই এক ছাত্রী। ওই দিনই অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। ১৩ মার্চ প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গত বছরের ৪ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বর্তমানে জামিনে রয়েছেন অধ্যক্ষ।

এদিকে, অধ্যক্ষকে স্বপদে ফেরাতে তৎপর হয়ে উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। অধ্যক্ষ কলেজে ফিরছেন- এমন খবরের ন্যায় বিচার নিয়ে শঙ্কিত নির্যাতনের শিকার ছাত্রী-নারী শিক্ষক।

তবে নারী শিক্ষকের অভিযোগ ভিত্তিহীন দাবি করেন অধ্যক্ষ জহুরুল আলম রিপন। তার দাবি, তাকে ফাঁসাতে এই অভিযোগ আনা হয়েছে। তাছাড়া ওই নারী শিক্ষক ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আর পুনর্বহালের সিদ্ধান্ত এখনো পাননি বলে জানান অধ্যক্ষ।

এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজেরে সভাপতি জাহিদ নেওয়াজ কোনো কথা বলতে রাজি হননি। 

 

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.003324031829834