অধ্যক্ষ-উপাধ্যক্ষের শূন্যপদে তথ্য আহ্বান | মাদরাসা নিউজ

অধ্যক্ষ-উপাধ্যক্ষের শূন্যপদে তথ্য আহ্বান

সরকারি কলেজ-মাদরাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষদের শূন্য পদের তথ্য সোমবারের মধ্যে ইমেইলে পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

সরকারি কলেজ-মাদরাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষদের শূন্য পদের তথ্য সোমবারের মধ্যে ইমেইলে পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নির্দেশের চিঠিটি নয়টি আঞ্চলিক পরিচালকে পঠানো হয়েছে। রোববার মাউশি অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, বিভিন্ন সরকারি কলেজ, আলিয়া মাদরাসা, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের শূন্যপদের তথ্য ১৫ জুলাইয়ের মধ্যে [email protected] এই ই-মেইলে পাঠানোর জন্য বলা হলো।

আরো বলা হয়, উপাধ্যক্ষ পদ সহযোগী অধ্যাপক পদ মর্যাদার হলে তা তথ্য পাঠানোর ছকে উল্লেখ করতে হবে।

অধ্যক্ষ-উপাধ্যক্ষের শূন্যপদে তথ্য আহ্বান