অধ্যক্ষ সম্মেলন ২৬ ফেব্রুয়ারি: অর্থের উৎস জানে না কেউ - Dainikshiksha

অধ্যক্ষ সম্মেলন ২৬ ফেব্রুয়ারি: অর্থের উৎস জানে না কেউ

নিজস্ব প্রতিবেদক |

আগামী ২৬ ফেব্রুয়ারি সরকারি কলেজ অধ্যক্ষদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে সারাদেশের ৩২৯টি সরকারি কলেজ অধ্যক্ষদের অংশ নেয়ার নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক ড. শেখ মো: ওয়াহিদুজ্জামান।

তবে, শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখাকে না জানিয়ে সম্মেলন সংক্রান্ত নানা উদ্যোগ নেয়ায় কয়েকজন কর্মকর্তা নাখোশ হয়েছেন বলে জানা গেছে। সোমবার মহাপরিচালকের একটি অনুরোধ উপেক্ষা করেছেন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব। অবশেষে সিদ্ধান্ত হয় সম্মেলনে মূল প্রবন্ধ পড়বেন মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদা।

শুরুতেই হ-য-ব-র-ল হওয়ার পেছনে সেলিম নামের একজন পরিচালকের ভূমিকার কথা জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিকশিক্ষাডটকমকে জানান, অধিদপ্তরের ইতিহাসে জুনিয়রতম এই পরিচালক সম্মেলনসহ নানা কাজে মহাপরিচালকের সঙ্গে অন্যদের মধ্যে দূরত্ব তৈরি করে রাখেন।

সম্মেলনের জন্য প্রায় ৫ লাখ টাকার চাহিদা দেয়া হয়েছে। কিন্তু এই টাকা কোন উৎস থেকে পাওয়া যাবে তা এখনও কেউ জানে না।

শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, সারাদেশে বর্তমানে ১৪টি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ, ৪টি সরকারি আলিয়া মাদ্রাসা ও ৩০৫ টি সাধারণ সরকারি কলেজ রয়েছে।শিক্ষা কলেজগুলোতে ১৮ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে।

২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সরকারি কলেজের অধ্যক্ষ সম্মেলন সামনে রেখে কলেজগুলোর অধ্যক্ষরা মাউশির তৈরি নির্ধারিত ছকে শিক্ষক-সংকটসহ বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন।

রাজধানীর আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজে দিনব্যাপী এই সম্মেলন হবে। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উপস্থিত থাকবেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন।

মাউশি অধিদপ্তরের উদ্যোগে প্রথমবারের মতো সম্মেলন অনুষ্ঠিত হয় গত বছর।

মাউশির সাবেক উপ-পরিচালক আবু সুলতান মো: এ.কে সাব্রীর তত্ত্বাবধানে প্রথম সম্মেলনটি সুচারুরুপে সমাপ্ত হয় বলে অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিকশিক্ষাকে জানিয়েছেন।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0029489994049072