ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য প্রয়াত সৈয়দ আশরাফ হোসেনের সহধর্মিণী অধ্যাপিকা সেতারা বেগম গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এদিন জানাজা শেষে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে ন্যাপের কার্যকরী সভাপতি আমিনা আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।