অনার্স ২য় বর্ষে ফের ফরম পূরণের সুযোগ | বিশ্ববিদ্যালয় নিউজ

অনার্স ২য় বর্ষে ফের ফরম পূরণের সুযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স ২য় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ ১ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। নতুন এই সময়সীমার মধ্যে আগে যারা ফরম পূরণ করতে পারেননি সেইসব শিক্ষার্থীরা ৫ হাজার টাকা জরিমানা দিয়ে ফরম পূরণ করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স ২য় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ ১ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। নতুন এই সময়সীমার মধ্যে আগে যারা ফরম পূরণ করতে পারেননি সেইসব শিক্ষার্থীরা ৫ হাজার টাকা জরিমানা দিয়ে ফরম পূরণ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

চিঠিতে আরো বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স ২য় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ, ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমাদানের তারিখ ১১ নভেম্বর ছিলো। যেসব পরীক্ষার্থী নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারেনি তাদের বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক পাঁচ হাজার টাকা বিলম্ব ফিসহ ১৭ ডিসেম্বরের মধ্যে ফরম পূরণের আবেদন করতে হবে।

২০১৩-১৪ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী: ২০১৩-১৪ শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষে নট প্রমোটেড হয়েছে অথবা পরীক্ষায় অংশগ্রহণ করেনি সে সব শিক্ষার্থীরা পাঁচ হাজার টাকা জরিমানাসহ ফি দিয়ে শুধুমাত্র ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সুযোগ পাবেন। কোনো শিক্ষার্থী ফরম পূরণ- পরীক্ষায় অংশগ্রহণ-অকৃতকার্য হলে কোনো অবস্থাতেই পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রণের সুযোগ পাবেন না। উল্লেখ্য ব্যবহারিক পরীক্ষায় গ্রেড উন্নয়নের কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য (www.nu.ac.bd) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতিত অন্য কোন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো।

মনে রাখতে হবে, সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে সমস্যা হলে সিস্টেম এনালিস্ট মো. হুমায়ুন কবীরের ০১৭১৭০৩৭৭৬৬- এই মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। 

অনার্স ২য় বর্ষে ফের ফরম পূরণের সুযোগ

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।