কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় দুই আইসক্রিম ও এক লাচ্ছা সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই আইসক্রিম ও লাচ্ছা সেমাই তৈরি করতো প্রতিষ্ঠানগুলো।

মঙ্গলবার (৪ মে) দুপুরে সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে অবস্থিত মুক্তা সুপার আইসক্রিমের মালিক আসাাদুজ্জামানকে ২৫হাজার, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ভাই ভাই আইসক্রিমের মালিক ইসমাইল হোসেনকে ২৫হাজার এবং সেমাই উৎপাদন করায় জয়মনির হাট বাজারের আব্দুল কাদেরকে ৪৫হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমিসহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম দৈনিক শিক্ষাডটকমকে জানান, এসব ব্যাক্তি বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে প্রতিষ্ঠান খুলে পণ্য উৎপাদন এবং বিপণন করায় তাদের জরিমানা করা হয়েছে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন