অবসর কল্যাণের বর্ধিত চাঁদা কর্তন বন্ধের দাবিতে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি | সমিতি সংবাদ নিউজ

অবসর কল্যাণের বর্ধিত চাঁদা কর্তন বন্ধের দাবিতে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের বর্ধিত চাঁদা কর্তন বন্ধসহ এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (৩১ জানুয়

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের বর্ধিত চাঁদা কর্তন বন্ধসহ এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) পৃথকভাবে এ স্মারকলিপি দেয়া হয় বলে দৈনিকশিক্ষা ডটকমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
 
বাংলাদেশ শিক্ষক সমিতি সভাপতি মো. নজরুল ইসলাম রনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে প্রতিমাসে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের চাঁদা বাবদ ৬ শতাংশ কর্তন হলেও অজ্ঞাত কারণে তা বাড়িয়ে ১০ শতাংশ কর্তন করার গেজেট প্রকাশিত হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মাঝে হতাশা নেমে এসেছে। ইতিমধ্যে কারিগরি অধিদপ্তর শিক্ষকদের বেতন থেকে ১০ শতাংশ কর্তন করা শুরু করেছে। স্মারকলিপিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-বৈষম্য তুলে ধরা হয়।
 
এ প্রেক্ষিতে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের চাঁদা অতিরিক্ত চাঁদা কর্তন বন্ধসহ সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান শিক্ষক নেতারা। এছাড়া আসন্ন ঈদুল ফিতরের আগেই শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ ঈদ বোনাস প্রদানের জোর দাবি জানানো হয়।
 
একই দাবিতে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুককে বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও দৈনিক শিক্ষকে জানিয়েছেন সমিতির নেতারা।