অবহেলায় ছাত্রের মৃত্যু, ৬ শিক্ষককে বহিষ্কার - দৈনিকশিক্ষা

অবহেলায় ছাত্রের মৃত্যু, ৬ শিক্ষককে বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি |

দিনাজপুরের বিরামপুরে কাটলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের অবহেলায় দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে দিনাজপুর জেলা প্রশাসক কর্তৃক গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছেন।

মঙ্গলবার সকালে তদন্তকারী দুই কর্মকর্তা দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবু সালেহ মো. মাহফুজুল আলম ও জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ওই বিদ্যালয়ে ঘটনা তদন্তে আসেন।

এর আগে শিক্ষকের অবহেলায় ছাত্রের মৃত্যুর অভিযোগে ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৬ শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. আলম হোসেন ৬ শিক্ষকের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সব শিক্ষার্থী ক্লাস বর্জন করে হাতে ব্যানার নিয়ে বিদ্যালয় ক্যাম্পাসে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে। তারা সহপাঠি আব্দুল আজিম মণ্ডলের মৃত্যুর ঘটনায় শিক্ষকদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে। দোষী শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না বলে ঘোষণা দেয়। এসময় নিহত ছাত্রের সহপাঠিরা দোষী শিক্ষকের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।

আরও পড়ুন: শিক্ষকের অবহেলায় ছাত্রের মৃত্যুর অভিযোগ

পরে তদন্তকারী কর্মকর্তা দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবু সালে মো. মাহফুজুল আলম শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৭ আগস্ট সকালে কাটলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আব্দুল আজিম মন্ডল ক্লাস শুরুর দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরক্ষণে, তার সহপাঠিরা আজিমকে মোটরসাইকেলে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার জন্য ওই বিদ্যালয়ের শিক্ষকদের কাছে সহযোগিতা চাইলে কোনো শিক্ষকই সহযোগিতা করতে রাজি হননি। পরে, সহপাঠিরা তাকে ভ্যানযোগে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল আজিম মন্ডলের মৃত্যুর সংবাদ পেয়ে ওই বিদ্যালয়ের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ওইদিন দুপুরেই বিদ্যালয়ের ছয় শিক্ষকের ব্যবহৃত ৬টি মোটরসাইকেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

গত ১০ আগস্ট বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা ওই বিদ্যালয়ের সামনে ঘটনায় জড়িত শিক্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে তারা ওই শিক্ষকদের বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।

এ ঘটনায় দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশে গঠিত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবু সালেহ মো. মাহফুজুল আলম ও জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সমন্বয়ে গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাক্ষ্যগ্রহণ ও তদন্ত কাজ সম্পন্ন করেন।

শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল - dainik shiksha ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0041720867156982