অবৈধভাবে নন্দীগ্রাম ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ নিয়োগ, ব্যাখ্যা চেয়েছে অধিদপ্তর - দৈনিকশিক্ষা

অবৈধভাবে নন্দীগ্রাম ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ নিয়োগ, ব্যাখ্যা চেয়েছে অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক |

আদালতে মামলা বিচারাধীন থাকলেও বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজে অবৈধভাবে উপাধ্যক্ষ নিয়োগের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইউনুস আলী নামে বঞ্চিত এক প্রার্থী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন। মাউশি কর্তৃপক্ষ এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ও সভাপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন।

অভিযোগে জানা গেছে, ২০১৮ সালে বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজে শূন্য পদে উপাধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। কলেজ কর্তৃপক্ষ ১৩ জন আবেদনকারীর মধ্যে চারজনের আবেদন বাতিল করেন। আবদুল হান্নান সরদার নামে এক প্রার্থীর শিক্ষকতায় অভিজ্ঞতা ১২ বছর পূর্ণ হতে চার মাস চার দিন কম থাকলেও তার প্রার্থিতা বহাল রাখা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অমান্য করে তাকে উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা কলেজে হলেও অজ্ঞাত কারণে বগুড়া সার্কিট হাউসে চূড়ান্ত মূল্যায়ন করা হয়েছে। ফলে ফলাফল না পেয়ে প্রার্থীরা ফিরে যান।

অভিযোগকারী ইউনুস আলী দাবি করেন, কলেজ কর্তৃপক্ষ নীতিমালা অমান্য করে নিয়োগ বাণিজ্য করে। তারা ফলাফল শিটে তার নাম পরিবর্তন করে আবদুল হান্নান সরদারকে উপাধ্যক্ষ নিয়োগের প্রস্তুতি গ্রহণ করে। এ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে তিনি ২০১৮ সালের ২৯ জুলাই বগুড়ার সিনিয়র সহকারী জজ আদালতে মামলা (১৩২/১৮ অন্য) করেন। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি আবদুল হান্নান সরকারকে নিয়োগ এবং ৪ মার্চ তাকে দায়িত্ব দেওয়া হয়।

এদিকে মাউশি কর্তৃপক্ষ ইউনুস আলীর ২০১৮ সালের ২৭ জুলাইয়ের অভিযোগটি আমলে নিয়ে এ ব্যাপারে তদন্ত রিপোর্ট দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালককে দায়িত্ব দেয়। তদন্ত কর্মকর্তারা ২০২০ সালের ২ নভেম্বর সরেজমিন কলেজে এসে তদন্ত করে মাউশিতে রিপোর্ট দাখিল করেন।

ওই তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কলেজে উপাধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে আদালতে মামলা চলমান রয়েছে। জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২০ অনুসারে উপাধ্যক্ষ পদে আবদুল হান্নান সরদারের অভিজ্ঞতা ১২ বছর পূর্ণ হয়নি। উপাধ্যক্ষ পূর্ববর্তী প্রতিষ্ঠান হতে বিমুক্ত না হয়ে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত বেতন-ভাতা উত্তোলন করেছেন। এ অবস্থায় আবদুল হান্নান সরদারের নিয়োগ ও যোগদান বিধিসম্মত হয়নি। এর প্রেক্ষিতে মাউশির সহকারী পরিচালক আবদুল কাদের ১৫ মার্চ কলেজের বর্তমান সভাপতি নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ও অধ্যক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন। এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে আদালতে মামলা করা হয়েছে। মামলার সিদ্ধান্ত তিনি মেনে নেবেন।

স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? - dainik shiksha শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ - dainik shiksha অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে - dainik shiksha সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0036060810089111