ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন বলেছেন, ঘর বানিয়ে শিক্ষার্থী ভর্তি করলেই সেটাকে বিশ্ববিদ্যালয় বলে না। বিশ্ববিদ্যালয় হয় বিশ্বমানের শিক্ষক নিয়োগের মাধ্যমে। ১৫০ টির বেশি বিশ্ববিদ্যালয়ে যোগ্য শিক্ষক নিয়োগ দেয়ার মত শিক্ষক বাংলাদেশে নেই। অনেক কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানাচ্ছে যেন নাম বদলালেই কাজে বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। তাদের উচিত বিশ্বমানের যোগ্য শিক্ষক নিয়োগ ব্যবস্থার দাবি জানানো। দোহাই লাগে অযোগ্যদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষকতা পেশাকে লজ্জিত করবেন না। এতে ক্ষতি আরো বাড়বে।
শনিবার (৭ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া একটি পোস্টে এ কথা বলেন তিনি।
অধ্যাপক মামুন বলেন, ঘর বানিয়ে বিশ্ববিদ্যালয় নাম দিয়ে সেখানে শিক্ষার্থী ভর্তি করলেই সেটাকে বিশ্ববিদ্যালয় বলে না। বিশ্ববিদ্যালয় হয় বিশ্বমানের শিক্ষক নিয়োগের মাধ্যমে। ১৫০ এর অধিক বিশ্ববিদ্যালয়ে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়ার মত শিক্ষক বাংলাদেশে কখনো ছিল না এখনো নাই। ১৫০ টি বিশ্ববিদ্যালয়ের বাহিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আরও ৮০০ শতাধিক কলেজে অনার্স মাস্টার্স ডিগ্রি পড়ানো হয়। তাই ওগুলোকে কলেজ নামে ডাকলেও ওগুলো আসলে বিশ্ববিদ্যালয়ই ঠিক যেমন লন্ডনের বিশ্বখ্যাত ইম্পেরিয়াল কলেজ। নামে কলেজ হলেও শিক্ষক ও সুযোগ সুবিধার কারণে ওয়ার্লড র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটি। অনেক কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি জানাচ্ছে যেন নাম বদলালেই কাজে বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। তাদের একই সাথে দাবি জানানো উচিত বিশ্বমানের যোগ্য শিক্ষক নিয়োগের ব্যবস্থার দাবি জানানো।
অধ্যাপক মামুন আরো বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার মত যোগ্য শিক্ষক দেশে নাই এবং যোগ্য শিক্ষক তৈরির জন্য ইনস্টিটিউটও নাই সেহেতু বাংলাদেশের উচিত বিদেশ থেকে যোগ্য স্যালারি দিয়ে বিদেশি শিক্ষক নিয়োগ দেয়া। প্রতি বছর আমাদের দেশ থেকে প্রায় অর্ধ লক্ষ শিক্ষার্থী বিদেশে পড়তে যায়। এই জন্য দেশ থেকে বিপুল পরিমাণ ডলার বিদেশে চলে যাচ্ছে। তাছাড়া বিদেশে গিয়ে প্রায় সবাই বিদেশেই থেকে যাচ্ছে। এর বদলে দেশেই যদি বিদেশি শিক্ষক নিয়োগ দিয়ে বিশ্বমানের বা বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারি তাহলে দেশের চেহারা বদলে যাবে। আর বিশ্ববিদ্যালয় মানে কিন্তু এয়ারপোর্ট অথবা ফাইভ ষ্টার হোটেলের মত একটি আন্তর্জাতিক জায়গা যেখান দিয়ে হেঁটে গেলে নানা দেশের নানা ধর্মের ও বর্ণের মানুষ দেখা যাবে। বিদেশি শিক্ষক ও বিদেশি পোস্ট-ডক নিয়োগের বিধান করলে এই শূন্যস্থানটিও পূরণ হতো। দোহাই লাগে অযোগ্যদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষকতা পেশাকে লজ্জিত করবেন না। এতে ক্ষতি আরো বাড়বে।