এসএসসির সপ্তম ও শেষ দিন মঙ্গলবার পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি পরীক্ষায় সারাদেশের ১৫ হাজার ৮৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন মোট দুইজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে, কোন কক্ষ পরিদর্শক বহিষ্কার হননি।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে সারাদেশের ২ হাজার ২০০টি কেন্দ্রে এসএসসির পৌরনীতি ও নাগরিকতা ও অর্থনীতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোলরুম থেকে বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করা হয়।
জানা গেছে, পৌরনীতি ও নাগরিকতা ও অর্থনীতি পরীক্ষায় মোট ৭ লাখ ৯৬ হাজার ৪৬৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু এ পরীক্ষায় অংশ নেন ৭ লাখ ৮০ হাজার ৬২৯ জন পরীক্ষার্থী। এদিন ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৯০ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৪৫৯ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ৫৭৯ জন, বরিশাল বোর্ডের ১ হাজার ২৪৪ জন, সিলেট বোর্ডের ১ হাজার ৩৯২ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ২৫০ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৭১ জন, ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ৮০ জন এবং যশোর বোর্ডের ১ হাজার ৭৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ পরীক্ষায় ঢাকা বোর্ডের দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
১৪ নভেম্বর থেকে এসএসসির লিখিত পরীক্ষা শুরু হয়ে ২৩ নভেম্বর তা শেষ হচ্ছে। আর ২৮ নভেম্বরের মধ্যে এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ করতে বলা হয়েছে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা আছে। গতবছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। গত বছরের থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন।
শিক্ষা মন্ত্রণালয়ের হিসেব বলছে, চলতি বছর ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে মোট ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। ৯টি সাধারণ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৭ হাজার ৬৭৬টি স্কুলের ১৮ লাখ ৯৯৮ জন পরীক্ষার্থী।