অ্যাডহক নিয়োগ পেলেন ৩৬ শিক্ষক-কর্মচারী | স্কুল নিউজ

অ্যাডহক নিয়োগ পেলেন ৩৬ শিক্ষক-কর্মচারী

সরকারিকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের আরো ৩৬ জন শিক্ষক-কর্মচারীকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তরা সবাই রংপুর জেলার কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ে কর্মরত। এদের মধ্যে ২৬ জন শিক্ষক ও ১০ জন কর্মচারী রয়েছেন।

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : সরকারিকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের আরো ৩৬ জন শিক্ষক-কর্মচারীকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তরা সবাই রংপুর জেলার কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ে কর্মরত। এদের মধ্যে ২৬ জন শিক্ষক ও ১০ জন কর্মচারী রয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের অ্যাডহক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়।

জানা গেছে, ২০১৮ খ্রিষ্টাব্দের ৯ অক্টোবর সরকারি ঘোষণা করা হয়। অ্যাডহক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০২৪- অনুযায়ী নিয়োগ দেয়া হয়েছে। 

আদেশ জারির তারিখ থেকে এ কর্মচারীদের এমপিও বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রচলিত রীতি অনুযায়ী এসব শিক্ষক-কর্মচারীর চাকরি নিয়মিত ও স্থায়ীকরণ করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

তালিকা দেখতে ক্লিক করুন :

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।